হেরাতের বোলিং তোপে ইনিংস ব্যবধানে হারলো ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার তারকা স্পিনার রঙ্গনা হেরাথের ঘূর্ণি জাদুতে একদিনের বেশি সময় হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ৬ রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকা। শনিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে জয়ের ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির পর মাত্র এক ঘন্টা ১৫ মিনিটেই ২২৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে ৪৮৪ রান করে। জবাবে হেরাথ ৬৮ রানে ৬ উইকেট শিকার করলে সফরকারীরা প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে ফলো অনে পড়ে। এরপর দ্বিতীয় ইনংসে ৭৯ রানে ৪ উইকেট শিকার করেন হেরাথ।
নিজের ৬৪তম টেস্টে পঞ্চমবার ১০ উইকেট শিকার করেন হেরাথ। আর মাত্র ১১ উইকেট শিকার করতে পারলেই টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট শিকার করা তৃতীয় শ্রীলংকান বোলার হবেন তিনি।
দুই উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ কখনোই স্বাগতিকদের চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে পারেনি। অতিথি দলের ব্যাটসম্যানদের আত্মসমর্পনের দিনে কেবলমাত্র জার্মেইন ব্ল্যাকউড ৯২ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছেন। তার মহা মূল্যবান ইনিংসে ১০টি চার এবং তিনটি ছয়ের মার ছিল।
দিনের খেলা শুরু হওয়ার অল্প কিছুক্ষণ পরই হেরাথের বলে অধিনায়ক এঞ্জেলো ম্যাথুজের হাতে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ১০ এবং দলীয় ৭৪ রানে মাঠ ছাড়েন নাইটওয়াচম্যান দেবেন্দ্র বিশু। পরের বলেই মারলন স্যামুয়েলসকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন হেরাথ।
যদিও হ্যাটট্রিক মিস করেন এ স্পিনার। তথাপি নুয়ান প্রদীপের বলে উইকেটরক্ষক কুসল পেরেরার হাতে ড্যারেন ব্রাভোকে(৩১) ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রাখে শ্রীলংকা। এরপরই মিলিন্তা সিরিবর্দেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন দিনেশ রামদিন।
মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৬ উইকেটে ১৫৬ রান করা ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস পরাজয়ের হাত থেকে এড়াতে হলে আরো ৭৭ রান করতে হতো। মধ্যাহ্ন বিরতির পর প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অধিনায়ক জেসন হোল্ডার। হেরাথের বল ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে আউট হন তিনি।
পরক্ষণেই স্টাম্পিংয়ের শিকার হন ৫ রান করা কেমার রোচ এবং ম্যাচে ৫ উইকেট শিকার ধাম্মিকা প্রসাদের এলবিডব্লুর শিকার হয়ে মাঠ ত্যাগ করেন জেরোমে টেইলর।
ব্ল্যাকউড এবং শ্যানন গাব্রিয়েল শেষ উইকেট জুটিতে ৩৮ রান যোগ করায় মনে হচ্ছিল শ্রীলংকাকে আবারো ব্যাট করতে নামতে হবে। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে ব্ল্যাকউড প্রসাদেও শিকার হয়ে মাঠ ত্যাগ করলে থেমে যায় সফরকারীদের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলংকা প্রথম ইনিংস: ৪৮৪ ( করুনারত্নে ১৮৬,চান্দিমাল ১৫১; ১৪৩/৪)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ২৫১ ( ড্যারেন ব্রাভো ৫০; হেরাথ ৬৮/৬)
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস ফলো অন : ২২৭ (ব্ল্যাকউড ৯২ হেরাথ ৭৯/৪)
ম্যাচ সেরা : রঙ্গনা হেরাথ (শ্রীলংকা)
১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ