আমিরকে পিসিবির হুঁসিয়ার
স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে শৃংখলা ভঙ্গ করায় পেসার মোহাম্মদ আমিরকে কড়া ভাষায় সর্তক করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। ভবিষ্যতে পুনরায় এমন আচরণ করলে তা বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
স্পট ফিক্সিং-এর কারণে দীর্ঘ পাঁচ বছর ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন আমির। তবে নিষেধাজ্ঞার শাস্তি শেষ হওয়ার পর আবারো ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। পাকিস্তানের ঘরোয়া আসরে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সম্ভাবনাময় এই পেসার। আর সেখানেই পাকিয়েছেন গোলমাল।
কায়েদ-ই-আজম ট্রফির কোয়ালিফাইং-এ একটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো সুই সাউর্দান গ্যাস ও পিআইএ। সুই সাউর্দানের হয়ে ম্যাচে খেলতে নেমেছিলেন আমির। ঐ ম্যাচে পিআইএর খেলোয়াড়দের সাথে বাজে আচরণ করেন তিনি। এমনকি বাজে ভাষায় গালিগালাজ করার অভিযোগও আমিরের বিপক্ষে করেন পিআইএর খেলোয়াড়রা। ফলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ম্যাচ ফি’র জরিমানা করেন ম্যাচ পরিচালনাকারী আম্পায়াররা।
তবে শুধুমাত্র ম্যাচ ফি জরিমানা পর্যন্তই বিষয়টি থেমে থাকেনি। আমিরের এমন ঘটনায় ক্ষুদ্ধ হয়েছেন পিসিবির প্রধান শাহরিয়ার, ‘আমিরকে জরিমানা করা হয়েছে। কারণ ম্যাচে বাজে ভাষায় কথা বলেছেন তিনি। সেই সাথে অসদাচারণও ছিলো তার। মাত্রই স্পষ্ট ফিক্সিং-এর কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছে সে। তাই নিজের ব্যাপারে তার সর্তক থাকা উচিত ছিলো। কিন্তু সেটি সে করতে পারেনি। তবে ভবিষ্যতে অন্য খেলোয়াড়দের যদি সে সম্মান না করে এবং ভদ্র আচরণ না করে, তবে আমি যতদিন এই পদে থাকবো ততদিন সে পাকিস্তান দলে কোনো জায়গা পাবে না।’বাসস।
১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ