মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:০৮:১৮

আইপিএলে কম টাকায় ভালো দল গঠন করেছেন শাহরুখ

আইপিএলে কম টাকায় ভালো দল গঠন করেছেন শাহরুখ

স্পোর্টস ডেস্ক: এমনটা হয়তো সবাই চায়। কি লাভ এত টাকায় বেন স্কোকসকে কিনে? উত্তাপ বাড়তে শুরু করে দিয়েছে। প্রত্যেক শিবিরেই যুদ্ধং দেহি মেজাজ। কারণ, সময় এবার আইপিএলের। গতবারের অন্যতম ম্যাচ উইনার আন্দ্রে রাসেলের নির্বাসনের পর বেশি করে বিদেশিদের জন্য ঝাঁপানোর প্রস্তুতি নিয়েছিল বেগুনি শিবির।

সেই মতো, সহকারী কোচ সাইমন ক্যাটিচকে নিয়ে নিলাম টেবিলে বসেছিলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। সঙ্গে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর। এবারের আইপিএলে রাসেলকে না পাওয়াটা যে বড় চিন্তা ছিল, তা নিলামেই বুঝিয়ে দিল বাদশাহ শিবির। ওয়েস্ট ইন্ডিজেরই প্রতিশ্রুতিমান অলরাউন্ডার রভম্যান পাওয়েল-কে দলে তুলে নিলেন গম্ভীররা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে হার্ড হিটার হিসেবে খ্যাতি অর্জন করেছেন পাওয়েল।

ফাস্ট বোলার হিসেবেও পরিচিত পাওয়েলকে নাইটদের স্কাউট দলের অন্যতম টার্গেট বানিয়েছিল। বেস প্রাইজ মাত্র ৩০ লাখে পাওয়েলকে ঘরে নিলেন কেকেআর কর্তারা। নিলামের পর সংবাদ সম্মেলনে ভেঙ্গি মাইসোর বলেন, ‘পাওয়েল হলেন আন্দ্রে রাসেল জুনিয়র।’

নাইট শিবিরে এসে নজর কেড়েছেন নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ব্ল্যাক-ক্যাপের এই ফাস্ট বোলারকে নিয়ে লড়াই চলে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স-দের মধ্যে। শেষে ৫ কোটিতে কিউয়ি পেসারকে তুলে নেয় কেকেআর।

যে দামে বোল্টকে কেনা হল, তা আইপিএলের নিলামে ইতিহাস সৃষ্টি করল। ব্রেন্ডন ম্যাক’কুলামের পর দ্বিতীয় সর্বোচ্চ দরে কেনা হলো কোনো নিউ জিল্যান্ড খেলোয়াড়কে। ২৭ বছরের বোল্ট নাইট শিবিরে বড় অস্ত্র হিসেবে পরিণত হবে বলে আশা ক্রিকেট মহলের।
২১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে