মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৪০:০৮

মুস্তাফিজের হায়দ্রাবাদে ডাক পেয়েই ইতিহাস গড়লেন নবী ও রশিদ

মুস্তাফিজের হায়দ্রাবাদে ডাক পেয়েই ইতিহাস গড়লেন নবী ও রশিদ

স্পোর্টস ডেস্ক: দশম আইপিএলের নিলামে দুধের সাধ ঘোলে মেটাতে হল কলকাতা নাইটরাইডার্সকে। বেন স্টোকসকে টার্গেট করেও পেল না তারা। কলকাতার টার্গেটকে নিলামে সর্বোচ্চ দামে সাড়ে ১৪ কোটি টাকা দিয়ে নিয়ে নিল কলকাতারই শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল পুণে সুপার জায়েন্টস।

বাধ্য হয়ে জামাইকার উঠতি অলরাউন্ডার রভম্যান পাওয়েল,ট্রেন্ট বোল্ট,ক্রিস ওকস,ডারেন ব্র্যাভো,কোল্টার নাইলকে নিলামে তুলে নিয়ে বিদেশির জায়গা ভরাট করল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স আগ্রহ না দেখালেও এবার দল পেলেন মনোজ তেওয়ারি।

পুণে সুপারজায়েন্টস নিলামের অন্তিম লগ্নে দলে নেয় বাংলার অধিনায়ককে। ফলে দীর্ঘদিন পর বাংলার দুই সিনিয়র ক্রিকেটার মনোজ তেওয়ারি ও অশোক দিন্দাকে এবার আইপিএলে একই দলে খেলতে দেখা যাবে।

তবে এবারের আইপিএলের নিলামে মুস্তাফিজের হায়দ্রাবাদ টিমে ডাক পেয়েই আইপিএলে প্রথম আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন মোহম্মদ নবী ও রশিদ খান। দুজনকেই নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

১৮ বছর বয়সী রশিদকে পেতে হায়দ্রাবাদের খরচ করতে হয়েছে চার কোটি ভারতীয় রুপি। মোহাম্মদ নবীর ভিত্তিমূল্য ৩০ লাখ ভারতীয় রুপিতেই দলে টানে।
২১ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে