মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৫২:১২

কেঁদে ফেললেন যুদ্ধ বিদ্ধস্ত আফগানিস্তানের সেই ক্রিকেটার নবি

কেঁদে ফেললেন যুদ্ধ বিদ্ধস্ত আফগানিস্তানের সেই ক্রিকেটার নবি

স্পোর্টস ডেস্ক: যুদ্ধ বিদ্ধস্ত আফগানিস্তান থেকে ঝাঁ চকচকে আইপিএল। ক্রিকেট খেলাটাই যেখানে বিলাসিতা। সেখান থেকে আইপিএল নিলামে  নাম উঠে আসা। আর বেস প্রাইজ ৩০ লাখে সানরাইজার্স হায়দরাবাদ দলে জায়গা করে নেওয়া। সবটাই এখনও স্বপ্নের মতো লাগছে। ঘোর যেন কিছুতেই কাটছে না। অল-রাউন্ডার মহম্মদ নবির হাত ধরে প্রথম আইপিএল-এ ঢুকে পড়ল আফগানিস্তান। তাঁর নামে শীলমোহর পড়তেই আবেগকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি নবি। কেঁদে ফেলেছিলেন।


এই মুহূর্তে জিম্বাবোয়েতে রয়েছেন তিনি। পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে ওখানেই রয়েছে আফগানিস্তান। সেখানে বসেই খবর পান, খেলতে চলেছেন আইপিএল-এ। বলেন, ‘‘আমার জীবনের সব থেকে আনন্দের দিন। আমি দারুণ খুশি হায়দরাবাদ আমাকে দলে নেওয়ায়। শুনে আমার চোখে জল চলে এসেছিল। আইপিএল-এ খেলাটা স্বপ্ন ছিল। স্বপ্নটা সত্যি হল।’’ সেই সময় হারারেতে ছিল আফগানিস্তান দল। সকাল ৫.৩০টায় ঘুম থেকে উঠেছিলেন নমাজ পড়ার জন্য। তার পরই ওয়েব স্ট্রিম দেখতে শুরু করেন দলের সকলের সঙ্গে বসে। বলেন, ‘‘যখন আমার নামটা স্ক্রিনে ভেসে ওঠে আর হায়দরাবাদ আমার জন্য বিড করে আমি আবেগকে আটকাতে পারিনি।’’


শুধু নবি নন সেই সময় পুরো আফগানিস্তানই নাকি চোখ রেখেছিল টেলিভিশনের পর্দায়। কাবুলে বসে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ শফিক স্তানিকজাইও বসেছিলেন টিভিতে। দেশের প্লেয়ারদের সাফল্যে খুশি তিনিও। বলেন, ‘‘আমি চেয়ার থেকে লাফিয়ে উঠেছিলাম যখন নবির নামে প্রথম বিড হয়। সকলে মিলে চিৎকার করে উঠেছিলাম। এটা বিরাট ব্যাপার। শুধু আফগানিস্তান ক্রিকেটের জন্য নয়, পুরো দেশের জন্য। দেশের সব থেকে জনপ্রিয় খেলা ক্রিকেট। আমরা চাইছে যাতে আরও বাবা-মায়েরা তাদের ছেলেদের ক্রিকেট খেলতে পাঠায়। যার জন্য এটা হয়তো বাড়তি আগ্রহ দেবে তাদের।’’


দেশ এখনও টেস্ট খেলার ছাড়পত্র পায়নি। কিন্তু বিশ্ব ক্রিকেটে পরিচিত নাম মহম্মদ নবি। তাঁকে ঘিরে অনেক প্রত্যাশা। পুরো দেশ তাকিয়ে থাকবে তাঁর দিকে। এ বার আইপিএল পৌঁছে যাবে আফগানিস্তানেও। নবি বলেন, ‘‘আইপিএল ক্রিকেটের অনেক বড় টুর্নামেন্ট। কিন্তু আমি বিপিএল ও পিএসএল-এ খেলেছি। যা থেকে আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আইপিএল-এ খেলাটা কঠিন হবে না। প্রথম দুটো ম্যাচেই যা একটু চাপ থাকবে। কিন্তু তার পর থেকে আশা করি আমি আমার সেরাটা দিতে পারব।’’ হায়দরাবাদের ওয়ার্নার, উইলিয়ামসন, যুবরাজ, জর্ডন, মুস্তাফিজুরদের মতো বড় প্লেয়ারদের সঙ্গে একই দলে খেলতে পারাটাকেও তিনি ভাগ্যের মনে করছেন। সঙ্গে টম মুডি ও লক্ষ্মণের মতো কোচের অধিনে খেলাটাও প্রাপ্তি। রশিদের দল পাওয়া নিয়েও উচ্ছ্বসিত নবি।-আনন্দবাজার
২১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে