মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:১৮:০৫

ভক্তদের জন্য আরও ২ বছর খেলবেন আফ্রিদি

ভক্তদের জন্য আরও ২ বছর খেলবেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: গত রোববার পরশু পাকিস্তান সুপার লিগ পিএসএলের ম্যাচে হেরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শহীদ আফ্রিদি। টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন।

এরপর পরশু টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় জানিয়ে ২১ বছরের ক্রিকেট জীবনে পূর্ণচ্ছেদ টানলেন পাক এই অলরাউন্ডার। তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ভক্তদের জন্য একটি সুখবর রেখে দিলেন।

ঘরোয়া ক্রিকেটে আরও দুই বছর খেলবেন বলে জানান আফ্রিদি। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটকে আমি বিদায় জানিয়েছি। তবে আমি আমার ফ্যানদের জন্য আরও দু'বছর ঘরোয়া ক্রিকেটে খেলব।

১৯৯৬ সালে রীতিমতো তোপধ্বনি করে ক্রিকেট বিশ্বে আত্মপ্রকাশ পাক অলরাউন্ডারের। সাঁইত্রিশ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড করেন আফ্রিদি। সেই রেকর্ড অক্ষুণ্ণ ছিল ১৭ বছর। ২১ বছরে মাত্র ২৭ টি টেস্ট খেলেন আফ্রিদি। রান করেছেন ১১৭৬।

সর্বোচ্চ স্কোর ১৫৬। উইকেট নিয়েছেন ৪৮ টি। ওয়ান ডে ক্রিকেটে ৩৯৮ টি ম্যাচে করেছেন ৮০৬৪। সর্বোচ্চ স্কোর ১২৪। উইকেট নেন ৩৯৫ টি। ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচে আফ্রিদির মোট সংগ্রহ ১৪০৫ রান ও ৯৭ টি উইকেট।
২১ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে