মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৩৯:০০

স্টোকসের দাম তো মুখস্থ! ভারতের কোন ক্রিকেটার সব চেয়ে দামি এ বারের নিলামে?

স্টোকসের দাম তো মুখস্থ! ভারতের কোন ক্রিকেটার সব চেয়ে দামি এ বারের নিলামে?

স্পোর্টস ডেস্ক: ভুলে যান বেন স্টোকসের কথা। তিনি সব চেয়ে দামি হয়েছেন এ বারের নিলামে। এ তো সবাই জানেন। পিছিয়ে নেই ভারতীয় ক্রিকেটাররাও। সব চেয়ে দামি ভারতীয় ক্রিকেটার হলেন কে?


সবাই তো বলছেন, বেন স্টোকস এ বারের আইপিএল নিলামের সবচেয়ে দামী ক্রিকেটার। স্টোকস বিদেশি ক্রিকেটার। তাই তাঁকে নিয়ে বেশি মাতামাতি হচ্ছে? আচ্ছা বলুন তো এ বারের নিলামে সব চেয়ে দর উঠল কোন ভারতীয় ক্রিকেটারের জন্য? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে থমকে যেতে হবে। স্টোকস যতটা নামী এই ভারতীয় ক্রিকেটার যে ততটা নামী নন। কিন্তু তিনি দামি। অন্তত আইপিএলের পৃথিবী তাঁকে বানিয়ে দিয়ছে দামি ক্রিকেটার। কে তিনি? তিনি কর্ণ শর্মা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব চেয়ে দামি তিনিই। তাঁকে ৩.২ কোটি টাকার বিনিময়ে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। অথচ কর্ণের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। সেই জায়গা থেকে কোটিপতি হয়েছেন কর্ণ।


আইপিএলের নিলাম চলাকালীন কর্ণকে নিয়ে প্রবল টানাটানি হয় মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত লায়ন্সের মধ্যে। এতে অবশ্য সুবিধা হয় কর্ণেরই। তাঁর দাম ওঠে আকাশছোঁয়া। নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নিলামের টেবলে বসেছিলেন নীতা অম্বানির ছেলে আকাশ। আর গুজরাতের হয়ে বসেছিলেন কেশব বনসল। আকাশ ও কেশবের দর কষাকষি শেষমেশ জেতেন অম্বানি-পুত্রই। তবে কর্ণকে নেওয়ায় মুম্বই কি আদৌ লাভবান হবে? তার উত্তর দেবে এ বারের আইপিএল। তবে এবারই যে কর্ণ কোটিপতি হলেন, তা নয়।


এর আগেও আইপিএলের দুনিয়া কর্ণকে কোটিপতি বানিয়েছে। ২০১৪-র আইপিএলের নিলামে কর্ণকে তুলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই বারও হায়দরাবাদ ও কিংগস ইলেভেন পঞ্জাবের মধ্যে দর কষাকষিতে কর্ণের দাম উঠেছিল ৩.৭৫ কোটি।-এবেলা
২১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে