সেই ৬ টাইগারকে নিয়ে উভয় সংকটে পড়েছে বিসিবি
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে হঠাৎ বেশ ঝামেলায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলের যখন সবকিছুই চূড়ান্ত হচ্ছে তখন এই বিষয়ে বেগ পেতে হচ্ছে বিসিবিকে।
এর আগে ছয় আইকন হিসাবে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিক , তামিম ইকবাল, নাসির হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদের নাম ঘোষণা করা হয়। পরে জানানো হয়, মাশরাফি বিন মুর্তজা কুমিল্লা ভিক্টোরিয়ান্সে, সাকিব আল হাসান ঢাকা ডিনাইমাটসে, মুশফিক সিলেট সুপার স্টারসে, তামিম ইকবাল চট্টগ্রাম ভাইকিংসে, নাসির হোসেন রংপুর রাইডার্সে ও মাহমুদুল্লাহ রিয়াদ বরিশাল বুলসের হয়ে মাঠে নামবেন।
কিন্তু এই বিষয়টিকে মেনে নিতে পারছে না দলগুলো। এই নিয়ে উভয় সংকটে বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মুখ খুলেছেন এই বিষয়ে। তিনি জানান, বিসিবি যে কোনো ধরনের অভিযোগ ও মনঃক্ষুন্নতা এড়াতে লটারি পদ্ধতি নিয়ে ভাবছে।
তিনি জানান, ছয় আইকনের দল চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে লটারি পদ্ধতির মাধ্যমে।
১৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�