বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৪০:০৪

‘অশ্বিনের গোপন কৌশল’ শিখে নিয়েছেন টাইগার মিরাজ

 ‘অশ্বিনের গোপন কৌশল’ শিখে নিয়েছেন টাইগার মিরাজ

স্পোর্টস ডেস্ক: বয়সটা ১৯-এর চেয়ে একটু বেশি তাই না? প্রশ্ন শুনে ঘাড় ফিরে তাকিয়ে দেখি সংবাদসংস্থা পিটিআই-এর কৃশানু সরকার। কিছুক্ষণ মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দেখে বললেন, ‘কী খেলছে এই বাচ্চা ছেলেটা, বিরাটের কপালে তো ভাঁজ ফেলে দিচ্ছে!’ এরই মধ্যে ক্রিকেট বিশ্বের সবগুলো দল তরুণ এই স্পিনারের নাম বেশ ভালোভাবে জেনে গেছে। এই সফরে ভারতীয় ক্রিকেটার অশ্বিনের কাছ থেকে প্রতিপক্ষকে আক্রমণ করার গোপন কৌশল শিখেছেন মুস্তাফিজ, এ নিয়ে বলেছেন নিজের মুখেই।

বিশেষ করে ইংল্যান্ড মিরাজের নাম ভুলতেই পারবে না। তবে ক্রিকেটবোদ্ধাদের সবারই একটি কথা- যদি মিরাজ এভাবে পরিশ্রম করতে পারে তবে ও একদিন বাংলাদেশের ক্রিকেটের সম্পদ হবে।  মিরাজও জানেন মাত্র ৫ টেস্টের ক্যারিয়ারকে এগিয়ে নিতে হলে কঠোর পরিশ্রম ছাড়া সম্ভব নয়। নিজের ক্যারিয়ার ও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে কথা বলেন। তার কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-
প্রশ্ন: ভারতে একমাত্র টেস্টে প্রাপ্তি কী?  

মিরাজ: দারুণ সব অভিজ্ঞতাই হায়দরাবাদ টেস্টে আমার অনেক বড় অর্জন। বিশ্বের এক নাম্বার টেস্ট দলের বিপক্ষে খেলা এবং তাদের প্রেসার নিয়ন্ত্রণ করাটা আমার ক্রিকেট ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় শিক্ষা। বিরাট কীভাবে ব্যাটিং করেন, অশ্বিন কীভাবে বোলিং করেন- এসবই আমি দেখেছি। তারা কোন পরিস্থিতিতে কীভাবে প্রেসার নিয়ন্ত্রণ করেন, বা প্রতিপক্ষের ওপর কীভাবে প্রেসার দেন, সেটাও শেখার ছিল। সত্যি কথা বলতে এই টেস্ট আমাকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে।

প্রশ্ন: ব্যাটিংয়ে নামার সময় কি কোনো ভয় ছিল?
মিরাজ: যখন ব্যাট করতে নামলাম তখন খুব ভয় করছিল। বিশেষ করে পেসারদের। ওরা অনেক বেশি রিভার্স সুইং করছিল। তখন মুশফিক ভাই এগিয়ে এসে আমাকে বললেন, তুই তো ব্যাটসম্যান, ভাল ব্যাট করতে পারিস। ওরা ভুল করলে, বাজে বল দিলে খেলবি। তার কথাতে সাহস বাড়ে আমার। এরপর ব্যাট করি। আসলে সেই সময় মুশফিক ভাই সাহস না দিলে হয়তো এত রান করতে পারতাম না।

প্রশ্ন: এই টেস্টে ভালো লাগার কোনো বিষয়?
মিরাজ: দলের সবাই আমাকে আগের চেয়ে অনেক বেশি ভরসা দিয়েছে। আমাকে সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, তামিম ভাই- সবাই নানাভাবে সাহস দিচ্ছেন। কোচরা আলাদাভাবে খেয়াল রাখছেন। এ বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে।
প্রশ্ন: অনেক ভালো লাগা ছিল, কিন্তু খারাপ কিছু?
মিরাজ: খারাপ লেগেছে যখন আমি রানটা ৫১ থেকে বাড়াতে পারলাম না। মনে হয়েছে, যদি বড় রান করতে পারতাম তাহলে হয়তো ড্র হতো। ড্র করতে না পারাটাই ভীষণ খারাপ লেগেছে।
প্রশ্ন: ভারতের ব্যাটসম্যানরা দারুণ ব্যাট করেছে। কিন্তু একই উইকেটে আমরা পারলাম না কেন?
মিরাজ: আমাদের কিছু ভুল ছিল। আবার আমার ভাগ্যও তেমন ভালো ছিল না। তবে সবাই চেষ্টা করেছে। হয়নি, এটা খেলারই একটা অংশ। নয়তো ডবল সেঞ্চুরি করার যোগ্যতা আমাদের সিনিয়র ব্যাটসম্যানদের আছে।

প্রশ্ন: অশ্বিন আর আপনার বোলিংয়ে কী পার্থক্য দেখলেন?
মিরাজ: তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে। অবশ্য আমারও আছে, কিন্তু এখন তা প্রয়োগ করার সুযোগ হয়নি। তার বোলিংয়ে অ্যাকুরেসিটা অসাধারণ। আমার বোলিংয়ে আরও বৈচিত্র্য যোগ করতে চাই। বোলিংয়ের গতিতেও বৈচিত্র্য আনতে চাই। আমি অশ্বিনের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি। সে আমাকে নিজের শক্তির জায়গায়টা ঠিক রেখে এগিয়ে যেতে বলেছেন। আর বলেছেন, খেলতে খেলতে আমি নিজেকে আরও মজবুত অবস্থানে নিতে পারবো।
প্রশ্ন: অশ্বিনের সঙ্গে কী কথা হলো?
মিরাজ: আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অনেক কিছু বললো, বোলিং নিয়ে বেশ কিছু টেকনিক্যাল টিপস দিয়েছেন। তবে তার সবচেয়ে বড় টিপস হচ্ছে, তার মতো পরিশ্রম করতে বলেছেন। অশ্বিন আমাকে বলেছেন, এখন যতটা পরিশ্রম করছি, তাতে আমার স্বপ্ন পূরণ হবে না। এর চেয়ে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে। বোলিংয়ে কী কী ভুল হচ্ছে, তা যেন দ্রুত জেনে সেগুলো শুধরে নিই। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ধৈর্য্য ধরে খেলতে হয়। আমি তার বিভিন্ন ডেলিভারি সম্পর্কে জানতে চেয়েছি। আমাকে কিছু টিপস দিয়েছেন। তিনি কীভাবে নিজেকে মেইন্টেইন করেন, সেটা আমাকে জানিয়েছেন।

প্রশ্ন: বিরাটের সঙ্গেও কথা হয়েছে কি?
মিরাজ: হ্যাঁ, মাঠে কিছু বলেননি। পরে দেখা করতে গিয়েছিলাম। তখন বলেছেন, অনেক ভালো করছো। কিন্তু বয়স এখন অনেক কম, আরও ভালো করে নিজের কাজগুলো কী জেনে নিও। পরিশ্রম করো। এখনই সময় নিজেকে পরিশ্রমের মধ্যদিয়ে সঠিক পথে যাওয়ার।
প্রশ্ন: এবার মিশন শ্রীলঙ্কা। কোনো লক্ষ্য আছে কি?
মিরাজ: অনেকেই বলে যে, এর উইকেট নেব, ওর উইকেট নেব, কিন্তু আমি এসব চিন্তা করি না। দলের জন্য আমি যে কোনো ক্রিকেটারের উইকেট নিতে প্রস্তুত। তার জন্য আমাকে মাঠে ও মাঠের বাইরে পরিশ্রম নয়, কঠোর পরিশ্রম করতে হবে। যেন আমার বোলিং ও ব্যাটিং দুটোই দলের উপকারে আসে।
২২ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে