নেইমার বলে কথা, মেসিহীন ভাঙাচোরা বার্সায়ও আজ বিজয়ের হাসি
স্পোর্টস ডেস্ক : পায়ে চোট পেয়ে প্রায় দু’মাসের জন্য মাঠের বাহিরে থাকতে হবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। দলের এই ভাঙনের দিনে তারই দেখানো পথে হাঁটলেন বার্সার আরেক তারকা ইনেয়েস্তা।
আর তাই মেসি-ইনেয়েস্তাহীন বার্সার হাল ধরার দায়িত্ব এসে পড়েছিল নেইমারের উপর। নেইমারের উপর বর্তানো দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করে দেখালেন রায়োর বিপক্ষে ম্যাচে। চার-চারটে গোল করলেন রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে ৷ গোল পেলেন সুয়ারেজও৷ দু’জনের গোলের সুবাদে শনিবার লা লিগায় রায়ো ভ্যালেকানোকে ৫-২ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা৷
মেসি, ইনিয়েস্তা ছিল না এদিনের ম্যাচে ৷তাই শুরুতে কিছুটা গুটিয়ে ছিল বার্সা ৷ ম্যাচের ১৫ মিনিটে জাভি গোল করে রায়ো ভ্যালেকানোকে এগিয়ে দেন৷ কিন্তু এরপর ম্যাচে ফেরে বার্সা । এর পর সাত মিনিট পরে পেনাল্টি থেকে প্রথম গোল করেন নেইমার৷ তারপর ৩২ মিনিটেও পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নেইমার ৷ বিরতির পরে পরপর দুটো গোল করেন ব্রাজিলের অধিনায়ক৷ এরপর ৭৭ মিনিটে গোল করেন সুয়ারেজ৷ ৮৬ মিনিটে যোদাবেদ গোল করে রায়ো ভ্যালেকানোর পক্ষে ব্যবধান কমান৷ যদিও তাতে বার্সার জিততে কোনও সমস্যা হয়নি৷
১৮ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর