বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:১৭:৫০

আইপিএলের নিলাম টেস্ট ক্রিকেটের গালে থাপ্প মেরেছে: পিটারসেন

আইপিএলের নিলাম টেস্ট ক্রিকেটের গালে থাপ্প মেরেছে: পিটারসেন

স্পোর্টস ডেস্ক: আইপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরের নিলাম টেস্ট ক্রিকেটের গালে থাপ্প মেরেছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসেন। নিলাম পর্যবেক্ষণ করে টুইটারে পিটারসেন বলেন, এক নিলামেই ধনী ক্রিকেটাররা। যা দেখে টেস্টের প্রতি আগ্রহ হারাচ্ছে তরুনরা।
 
গেল সোমবার আইপিএলের দশম আসরের নিলামে ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকস সাড়ে ১৪ কোটি রুপিতে বিক্রি হলেও, অবাক করার বিষয় মাত্র ৪টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা টাইমাল মিলসের দাম উঠেছে ১২ কোটি রুপি।

 এই চিত্র ভালো লাগেনি পিটারসেনের, মিলস দারুন টি-২০ বোলার। এক নিলামেই ধনী সে। এসব টেস্ট ক্রিকেটকে পেছনে ফেলে দিচ্ছে। আইসিসির এখনই পদক্ষেপ নেয়া উচিত।
 
টেস্ট ক্রিকেট পেছনে চলে যাওয়ার কারন হিসেবে পিটারসেন বলেন, অনেক তরুন ক্রিকেটারের সাথে যোগাযোগও হয়। তারা টি-২০র প্রতি আগ্রহী বেশি। অনেক তরুন আমাকে বলেছে, ১শ টেস্ট খেলে আমি ৫শ দিন নষ্ট করেছি।
পিটারসেন নিজেও আইপিএল এ ডিল্লী ডেয়ার ডেভিলস এর হয়ে মাঠ মাতিয়েছেন।
২২ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে