বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৫:৩১:৩৮

১৪ কোটি ৫০ লাখ রেকর্ড দাম পেয়ে যা বললেন স্টোকস

১৪ কোটি ৫০ লাখ রেকর্ড দাম পেয়ে যা বললেন স্টোকস

স্পোর্টস ডেস্ক: আইপিএলে ভারতের মহেন্দ্র সিং ধোনি ও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করতে পারাটাকে গুরুত্বপুর্ন হিসেবে দেখছেন বেন স্টোকস।

আইপিএল দশম আসরের নিলাম রেকর্ড ১৪ কোটি ৫০ লাখ রুপিতে ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নিয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস।
নিলামে নিজেকে ১৪ কোটি ৫০ লাখ রেকর্ড দামে পেয়ে দেখে চোখ ছানাবড়া স্টোকসের, এটি জীবন বদলে দেয়া অঙ্ক। এ ব্যাপারে বলার কোন ভাষা নেই। রাত সাড়ে তিনটায় অ্যালার্ম দিয়ে আইপিএল দেখতে উঠি। লাইভ স্ট্রিমিং-এ সমস্যা হওয়ায় টুইটারে দেখি। আমার নিলাম শেষে ঘুমিয়ে পড়ি।

আইপিএল এ এক দলে আছেন ধোনি ও স্মিথ। তাই ধোনি ও স্মিথের সাথে মাঠের লড়াইয়ে নামতে আর তর সইছে না স্টোকসের। তিনি বলেন, ধোনি ও স্মিথের সাথে খেলতে মুখিয়ে আছি আমি। ধোনি বিশ্বসেরা খেলোয়াড়। স্মিথও তাই। দু’জনের সাথে ড্রেসিংরুম শেয়ার করাটা দারুন হবে।
২২ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে