বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:৩৫:৪৯

ভারতকে একটুও ছাড় দেবে না অস্ট্রেলিয়া: হুমকি স্মিথের

ভারতকে একটুও ছাড় দেবে না অস্ট্রেলিয়া: হুমকি স্মিথের

স্পোর্টস ডেস্ক : ভারতের ‘ঘূর্ণিঝড়’ সামলানোর প্রস্তুতিটা রীতিমত ঠিক করে ফেলেছেন অসিরা। তবে, সফরকারীদেরে একটুও দাম দিচ্ছেন না ভারতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার হরভজন সিং। ‘এই সিরিজের ফল হবে ৪-০। অস্ট্রেলিয়া যদি খুব ভালো খেলেও তবু সিরিজের ফল হবে ৩-০!’ এমনটাই ভবিষ্যদ্বাণী করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন হরভজন।

অস্ট্রেলিয়া ধবল ধোলাই হতেই পারে। ঘরের মাটিতে ভারতের যে ফর্ম, আর ঘূর্ণি উইকেটে যেভাবে খাবি খাচ্ছে উপমহাদেশের বাইরের দলগুলো। কিন্তু কথাটা বেশি আলোচনায় এসেছে হরভজনের বলার ধরনে। যেন তিনি নিশ্চিত জানেন, যেন তিনি সফল এক জ্যোতিষী! তাই আগেভাগেই বলে দিচ্ছেন খেলার ফলাফল।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত সেই সিরিজ। বুধবার সংবাদ সম্মেলনে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ অবশ্য বললেন, ‘প্রত্যেকে নিজ নিজ মন্তব্য দিতেই পারে। তবে এ ব্যাপারে উনি যা বলেছেন তার সঙ্গে আমি একমত নই। নিজের দলের ওপর আমার আস্থা আছে। আমরা ভারতের সঙ্গে লড়াই করার জন্যই এখানে এসেছি।’

স্মিথ মানছেন ভারতের স্পিনিং উইকেটে টিকে থাকাই কঠিন হয়ে দাঁড়াবে। তবে তারও কণ্ঠে কিন্তু প্রত্যয়, ‘জানি এই সিরিজটা খুব কঠিন হবে। ভারতও গত কিছুদিন ধরে খুব ভালো খেলছে, বিশেষ করে নিজেদের মাঠে। এ নিয়ে আমাদের মনে কোনো সংশয় নেই, কাজটা খুবই কঠিন হতে যাচ্ছে। কিন্তু আমরাও এমন স্কোয়াড নিয়ে এখানে এসেছি যারা এই কন্ডিশনে ভালো করতে পারে।’

এই সিরিজের জন্য নিজেদের আন্ডারডগ মেনে নিতে অবশ্য কোনো আপত্তি নেই স্মিথের, ‘হ্যাঁ, আমরাই এই সিরিজে আন্ডারডগ। হরভজনের মতো কেউ কেউ তো বলছেন আমরা ৪-০তেও হারতে পারি। তবে আমার তা মনে হয় না। আমরা কিন্তু একটুও ছাড় দেব না।’

২২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে