বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:২৩:৫১

বাংলাদেশের মতোই এক দল অস্ট্রেলিয়া: কোহলি

বাংলাদেশের মতোই এক দল অস্ট্রেলিয়া: কোহলি

স্পোর্টস ডেস্ক: দল হিসেবে অস্ট্রেলিয়া আর বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য বিচার করে না ভারতীয় ক্রিকেট টিম। তারা অস্ট্রেলিয়াকে বিশেষ কোনো টিম হিসেবে এ জন্য গুরুত্ব দেয় না।

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-ভারত ৪ ম্যাচ টেস্ট সিরিজের আগে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারতীয় কাপ্তান বিরাট কোহলি।

নবভারতটাইমস.কম জানায়, বুধবার পুনেতে আয়োজিত সংবাদ সম্মেলনে কোহলি বলেন, যেমন আমরা অন্য কোনো দলের সঙ্গে মোকাবিলার আগে প্রস্তুতি নিই, অস্ট্রেলিয়াকে মোকাবিলার জন্যও একই প্রস্তুতি নিচ্ছি। প্রত্যেকবারই আমরা প্রতিপক্ষ দলের শক্তি আর দুর্বলতাকে মাথায় রেখে পরিকল্পনা সাজাই এবং এবারও তাই করছি। এতে নয়া কিছুই নেই।

কোহলি বলেন, আমরা প্রতিপক্ষ সকল দলকেই সম্মান করি। তিনি আরও বলেন, আমাদের মনোযোগ অস্ট্রেলিয়ার ওপর দিয়ে রাখিনি, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের সব খেলোয়াড় দলের স্বার্থ মাথায় নিয়ে নিজের খেলাটা খেলে- এটাই সবচেয়ে বড় শক্তি।
২২ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে