পাকিস্তানের বিরুদ্ধে দুই পাকিস্তানির দুর্দান্ত দাপটে গুটিয়ে গেল মিসবাহরা
স্পোর্টস ডেস্ক : আবুধাবিতে টেস্ট ক্রিকেটে মেতে ওঠে পাকিস্তান ও ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ম্যাচের সমীকরণ বদলে দেয় ইংল্যান্ডের হয়ে খেলতে নামা দুই পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার। এরা দুই জনেই আল রাউন্ডার।
কখনো জ্বলে ওঠেন ব্যাটে কখনো বা বল হাতে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৭৩ রানে অল আউট হয় পাকিস্তান। আর এর মূল নায়ক পাকিস্তানি বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার মঈন আলী ও আদিল রশিদ। এই দুই সাথে অবশ্য যোগ দেন অ্যান্ডারশন।
আদিল রশিদ একাই নেন পাঁচটি উইকেট। প্রথম ইনিংসটা ভালো যায়নি রশিদের। দ্বিতীয় ইনিংসে ইংলিশ শিবিরের নায়ক তিনি। মঈন ও অ্যান্ডারশন দুটি করে উইকেট ভাগাভাগি করেন।
আদিলের দাপটে জয়ের জন্য ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯৯ রান। কিন্তু হাতে ওভার কম থাকায় এই লক্ষ্য পূরণ করতে পারেনি ইংল্যান্ড। তবে প্রায় কাছাকাছি যায় ইংলিশরা।
ইংলিশদের এই কঠিন চলার পথে পাকিস্তানের মধ্যে থেকে বাধা হয়ে দাঁড়ান মালিক ও বাবর।
নির্ধারিত ১১ ওভারে ৭৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। মালিক ও বাবর দুটি করে উইকেট নেন। আর প্রথম টেস্ট ম্যাচের ফলাফল ড্র হয় এরই মধ্যে দিয়ে। ৩ ম্যাচের সিরিজে আরো দুইটি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দেশ।
১৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর