বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৫২:২৭

নতুন প্রস্তাবে টেস্ট মর্যাদা হারাতে পারে যে কোন দলই!

নতুন প্রস্তাবে টেস্ট মর্যাদা হারাতে পারে যে কোন দলই!

স্পোর্টস ডেস্ক: দ্বিস্তর টেস্ট নিয়ে কম জল ঘোলা হয়নি। বাংলাদেশের ভেটোর কাছে থমকে যেতে বসেছিল এই প্রস্তাবনা। শেষ পর্যন্ত একটু ঘুরিয়ে হলেও দ্বিস্তর প্রস্তাবের নতুন ফর্মুলা এসেছে। আগে প্রথম স্তরে আট দলের থাকার কথা ছিল, এখন নয় দল। সেটা অনেক দলের জন্য স্বস্তির খবর হলেও টেবিলের ওপরের সারির দলগুলোর মাথাব্যথার কারণ ছিল না কখনোই। এবার তাদেরও মাথাব্যথা সৃষ্টির মত প্রস্তাব নিয়ে এসেছে আইসিসি। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি পাঁচ বছর পরপর টেস্ট মর্যাদা পুনমূল্যায়নের প্রস্তাব গৃহীত হয়েছে সংস্থাটির সভায়।


ক্রিকেটের সংবাদদাতা ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, এই প্রস্তাবে কোন দলেরই আর টেস্ট মর্যাদা স্থায়ী নয়। টেস্ট মর্যাদা হারাতে পারে যে কোন দলই! সেটার জন্যই পাঁচবছর মেয়াদী এই মূল্যায়ন প্রস্তাব।


প্রস্তাবে বলা হয়েছে, এখন থেকে প্রতি পাঁচ বছর পরপর আইসিসির স্থায়ী সদস্যপদ মূল্যায়ন করা হবে। সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো ই-মেইল বার্তায় ব্যাখ্যা করা হয়েছে বিষয়টি। যাতে পারফরম্যান্সের ভিত্তিতে একটি পূর্ণ সদস্য দেশ সহযোগী সদস্য দেশের কাতারে চলে যেতে পারে। উল্টোটা হবে সহযোগী সদস্য দেশগুলোর ক্ষেত্রে। তারা পূর্ণ মর্যাদার কাতারে চলে আসবে এই পারফরম্যান্স দিয়েই। তবে সহযোগী সদস্য দেশগুলোকে প্রতি দুই বছর পরপর মূল্যায়ন করা হবে।


নতুন প্রস্তাবে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো ক্রিকেটের উঠতি শক্তিগুলো ইতিবাচক ফল পাবে বলে ভাবা হচ্ছে। সেইসঙ্গে টেস্টে বিবর্ণ জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের মত পূর্ণ সদস্য দেশগুলো পারফরম্যান্সের দিকে নজর দেবে বলেও ধরে নেওয়া হচ্ছে। একটি মূল্যায়ন কমিটি করা হবে বিষয়গুলো দেখভালের জন্য। তারাই পূর্ণ বা সহযোগী দেশে ওঠা-নামার বিষয়ে সিদ্ধান্ত নেবে।-চ্যানেল আই
২২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে