বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:১১:২২

মুস্তাফিজের সাসেক্স দুয়ার বন্ধ?

মুস্তাফিজের সাসেক্স দুয়ার বন্ধ?

স্পোর্টস ডেস্ক: কাউন্টি দল সাসেক্সের হয়ে মাত্র দুইটি ম্যাচ খেলতে পেয়েছিলেন বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দুই ম্যাচ শেষেই কাঁধ স্ল্যাপে আঘাত পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।

এরপর কাঁধের অপারেশন ও পুনর্বাসনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে গিয়ে ঘরের মাঠে আফগানিস্তান, ইংল্যান্ড সিরিজে খেলতে পারেননি মুস্তাফিজ।

নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেললেও টেস্ট খেলা হয়ে ওঠে নি মুস্তাফিজের। হায়দরাবাদ টেস্টও মুস্তাফিজকে পায় নি বাংলাদেশ।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সাদা জার্সি পরতে প্রস্তুত মুস্তফিজ। মুস্তাফিজের টেস্টে ফেরার সুখবর জানিয়ে মুস্তাফিজের কাউন্টি সাসেক্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে,

‘বাংলাদেশী সমর্থকদের জন্য খুশির খবর যে, সাবেক সাসেক্সম্যান মোস্তাফিজ দলে ফিরেছেন। মোস্তাফিজ ও বাংলাদেশী সমর্থকদের অভিনন্দন।’

তবে মুস্তাফিজকে সাবেক সাসেক্স খেলোয়াড় সম্বোধন করেছেন কাউন্টি দল সাসেক্স। কারনটাও অনুমেয়। বাংলাদেশ দলের ব্যস্ত সূচি থাকায় বিসিবি চাইবে মুস্তাফিজ জাতীয় দলের হয়েই খেলুক।

বাড়তি ক্রিকেটের চাপে যাতে না পড়তে হয় তরুন মুস্তাফিজকে। মুস্তাফিজের সাথে সাসেক্সের শুধু এক বছরের চুক্তি ছিল।

ঘরে নেয়া যায় যে, আসন্ন কাউন্টি মৌসুমের জন্য মুস্তাফিজকে দলে নিচ্ছে না সাসেক্স। গুঞ্জন শোনা যায়, শ্রীলঙ্কা সফরের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরেও মুস্তাফিজকে নাও পাঠানো হতে পারে।
২২ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে