বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:৩০:০৩

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে যা বললেন মুস্তাফিজ

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে যা বললেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: গত বছরের প্রায় পুরোটা সময়ই ইনজুরির সাথে যুদ্ধ করে কাটাতে হয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। বছরের শেষের দিকে কাঁধের ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারো ফিরেছিলেন আন্তর্জাতিক অঙ্গনে।

তবে সেখানেও সেই পুরনো ইনজুরির কারণে ভুগতে হয় তাঁকে। পরবর্তীতে দেশে ফিরে ফিজিওর পরামর্শে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেন মুস্তাফিজ। আর বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) খেলেই আস্তে আস্তে ফিট হয়ে উঠেছেন তরুণ প্রতিভাবান এই পেসার।

বিসিএলে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে উল্লেখযোগ্য পারফর্মেন্স না দেখাতে পারলেও দীর্ঘ পরিসরের ম্যাচ খেলতে তিনি এখন পুরোপুরি ফিট বলেই আভাস দিয়েছেন। আর এই কারণেই আসন্ন শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে মুস্তাফিজকে দলে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও মুস্তাফিজকে নিয়ে বেশ আশাবাদী। প্রধান নির্বাচক বলেন, ‘আগের চেয়ে সে (মুস্তাফিজ) যথেষ্ট উন্নতি করেছে। বিসিএলে ওকে পরপর দুটি ম্যাচ খেলিয়েছি। দুটি ম্যাচে আট দিন খেলার পর ওর শারীরিক অবস্থা কেমন থাকে, সেটা দেখাই ছিল মূল উদ্দেশ্য। মনে হচ্ছে তিন সংস্করণেই খেলতে মোস্তাফিজের কোনো অসুবিধা হবে না।’

এখন পর্যন্ত মাত্র ২টি টেস্ট খেলেছেন মুস্তাফিজুর রহমান। সেই দুইটি টেস্টও আবার প্রায় দেড় বছর আগে। ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে চট্টগ্রাম ও ঢাকায় দেশের হয়ে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন।

ক্রিকেটে দেড়টি বছর খুব একটা বেশি সময় না হলেও এই সময়ের মাঝেই প্রথম টেস্টের কথা বিস্মৃত মুস্তাফিজের কাছে।  দেশের শীর্ষ স্থানীয় বাংলা দৈনিক প্রথম আলোর সাথে আলাপকালে শেষ টেস্টের প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘এসবের হিসাব রাখতে পারি না!’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩৭ রানে ৪ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। আর এরই সাথে ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ও টেস্ট দুই সংস্করণে অভিষেকে ম্যাচসেরা হওয়ার প্রথম কীর্তি গড়েন মুস্তাফিজ।

সেই ম্যাচের কথা মনে করিয়ে দিতেই যেন স্মৃতি ফিরে পেলেন সাতক্ষীরার এই প্রতিভাবান পেস তারকা। বললেন,  ‘হ্যাঁ, মনে পড়েছে। ওই ম্যাচে ডি ককের (কুইন্টন) ষ্ট্যাম্প উড়িয়ে দিয়েছিলাম!’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচের পরে অবশ্য আর টেস্টে বল হাতে মাঠে নামা হয়নি কাটার মাস্টারের। চোট জর্জরিত অবস্থাতেই কেটেছে তাঁর বাকি বছর। কিছুদিন আগে নিউজিল্যান্ড সফরে টেস্ট খেলার সুযোগ থাকলেও নিজেই নিজেকে ফিট মনে করেননি।

ফলে টেস্ট দল থেকে তাঁকে সরিয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ছিলেন ভারত সফরের দলেও। তবে এবার শ্রীলঙ্কার বিপক্ষেই সাদা পোশাকে ফিরতে যাচ্ছেন মুস্তাফিজ। আর এই নিয়ে বেশ রোমাঞ্চিত তরুণ এই টাইগার পেসার।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে কথোপকথনে মুস্তাফিজের কণ্ঠেই সেই রোমাঞ্চ ফুটে উঠলো। বললেন, ‘এত দিন পর টেস্ট খেলব, খুশি তো অবশ্যই।’

দীর্ঘ দিন পর সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এই নিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি উন্মাদনা কাজ করছে টাইগার ভক্ত সমর্থকদের মাঝে। তবে পাশাপাশি মুস্তাফিজের ফিটনেস নিয়েও চিন্তিত অনেকেই।  টানা পাঁচদিন খেলার ধকল তরুণ মুস্তাফিজ সামলাতে সফল হবেন কিনা সেই প্রশ্নই এখন আকাশে বাতাসে। এই প্রশ্নের উত্তর মিলবে আর মাত্র কয়েকদিন পরেই।
২২ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে