বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:২৭:৪৫

১৩ টি ছক্কায় ১৮৮ রান করলেন এক ক্ষুদে টাইগার

১৩ টি ছক্কায় ১৮৮ রান করলেন এক ক্ষুদে টাইগার

স্পোর্টস ডেস্ক: এক ক্ষুদে টাইগারের তাণ্ডব। মুখে তার বড় বড় ক্রিকেট তারকাদের নাম। হতে চান অনেক বড়। যেন হারিয়ে দিতে চান বিরাট কোহলির মত ক্রিকেটারকে? দেশের ক্রিকেটের আক্ষেপ ঘোচাতে প্রস্তুত হচ্ছে নতুন প্রজন্ম।

প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের চলতি আসরে ঢাকা মেট্রো পর্বের ম্যাচে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ক্ষুদে ক্রিকেটার রুবাইয়াত রিদওয়ান ১৮৮ রানের অনবদ্য ইনিংস খেলেছে।

মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে এই ম্যাচে দীর্ঘ ১৭৪ মিনিট ক্রিজে টিকে ছিল রুবাইয়াত। ১১০ বলে ১৮ বাউন্ডারি আর ১৩ ছক্কায় সাজানো ছিল এই উইকেট কিপার ব্যাটসম্যানের ইনিংস।

১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী ছিলেন মেহরাব হোসেন অপি। নির্মান স্কুলের এক ম্যাচে ৮৮ বলে ১৭৯ রানের ইনিংস ছিল অপির। পরবর্তীতে জাতীয় দল মাতিয়েছেন মেহরাব হোসেন অপি। একই স্কুলের হয়ে খেলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বজায় থাকুক উইলসের ক্রিকেট ঐতিহ্য।

সংক্ষিপ্ত স্কোর:
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল-৩৪৮/১০ (৪৪.৩ ওভার)
রুবাইয়াত রেদওয়ান ১৮৮ (১১০)
কাওসার হোসেন ৫৭ (৩৫)
মেহেদি হাসান ৩৬ (৮১)
সাজ্জাদ হোসেন- ৩/৪৮, ফারহান ফিদা-২/৩০

মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়-৮৫/১০ (২৭.১ ওভার)
মো: মোকাদ্দম - ১৬ (২৮)
রমা দাস ১৪(১৬)

ফল: উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ২৬৩ রানে জয়ী

ম্যাচ সেরা: রুবাইয়াত রেদওয়ান।
২৩ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে