বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:০৫:৪০

আইপিএল মানেই টেস্ট ক্রিকেটের গালে চড়-থাপ্পর: কেভিন পিটারসন

আইপিএল মানেই টেস্ট ক্রিকেটের গালে চড়-থাপ্পর: কেভিন পিটারসন

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় আইপিএল বড় প্রভাব ফেলছে। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা মানেই কাঁড়ি কাঁড়ি টাকার ঝনঝনানি। পরশু আইপিএলের দশম আসরের নিলামে যেমন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে সাড়ে ১৪ কোটি রুপিতে কিনেছে রাইজিং পুনে সুপারজায়ান্টস।

তার চেয়েও বড় চমক, ইংলিশ পেসার টাইমল ​মিলসকে ১২ কোটি রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য থেকে তার দাম বেড়েছে ২৪ গুণ!

আইপিএলের ইতিহাসে এর আগে এত দাম উঠেনি আর কোনো বোলারের। যেটা দেখে খুশি হতে পারেননি প্রাক্তন ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন। তার মতে, আইপিএলের নিলাম টেস্ট ক্রিকেটের গালে চড়-থাপ্পর মারল! কেপি কাল টুইট করেছেন, ‘আর একটা চড় টেস্ট ক্রিকেটের গালে। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটার এখন ইংল্যান্ড দলের অন্যতম ধনী ক্রিকেটার।’

২০১৪ সালে ইংল্যান্ড দল থেকে বাদ পড়ার পর থেকে আন্তর্জাতিক ম্যাচ না খেলা পিটারসেন নিজেও অবশ্য বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলছেন এখন। বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ, রাম স্ল্যাম টি-টোয়েন্টি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নিয়মিত মুখ তিনি। ব্যস্ততার কারণে এবারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন।

তাহলে কেন তিনি এমন মন্তব্য করলেন? তার আক্রমণের লক্ষ্য কি তাহলে মিলস? পিটারসেন পরিষ্কার করে দিয়েছেন, মিলসের এত দাম ওঠায় তার কোনো সমস্যা নেই, ‘মিলসের দোষ দিচ্ছি না আমি। ও দারুণ টি-টোয়েন্টি বোলার। টি-টোয়েন্টি যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াচ্ছে, সেটাও মানছি। তবে এটাও বলতে চাইছি, এই মুহূর্তে টেস্ট কিন্তু পেছনের সারিতে চলে যাচ্ছে। আইসিসির খুব তাড়াতাড়ি কিছু করা উচিত।’

৩৬ বছর বয়সি পিটারসেন মনে করেন, এভাবে চলতে থাকলে ক্রিকেটাররা আরো বেশি করে টি-টোয়েন্টির দিকে ঝুঁকবে। তাতে ক্ষতি হবে ক্রিকেটেরই, ‘আমি অনেক বাচ্চাকে কোচিং করাই। তরুণ ক্রিকেটারদের সঙ্গেও আমার যোগাযোগ আছে। কিছুদিন আগেই আমায় শুনতে হয়েছে, ১০০ টেস্ট খেলে আসলে আমি ৫০০ দিন নষ্ট করেছি।’
২৩ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে