রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ১২:০৬:১৭

আফ্রিকার বিরুদ্ধে লড়াই ইস্যুতে ভারতীয় শিবিরে অঘটন

আফ্রিকার বিরুদ্ধে লড়াই ইস্যুতে ভারতীয় শিবিরে অঘটন

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই বিরাট কোহলিদের জন্য খারাপ খবর৷ ভারতীয় শিবির থেকে এক বিখ্যাত ক্রিকেটার মাঠের বাইরে ছিটকে গেলেন। হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান দিল্লির ল্যাঙ্কি পেসার৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল লঙ্কানদের বিরুদ্ধে অতিমানবীয় ক্রিকেট খেলে দেশকে সাফল্য এনে দেয়া এই ক্রিকেটারের। গত শুক্রবার ঘরোয়া আসরের ম্যাচের দ্বিতীয় দিন মাত্র ছয় ওভার বল করেন তিনি ৷ কিন্তু শনিবার ম্যাচের তৃতীয় দিন আর মাঠে নামতে পারেননি ইশান্ত শর্মা । ইশান্তের হ্যামস্ট্রিংয়ে চোট বেশ গুরুতর৷ তাকে দুই থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে অনিশ্চিত তিনি। এর আগে তার বিরুদ্ধে অবশ্য অনিয়মের অভিযোগ আনা হয়। সে কারণে আইসিসির শাস্তি হিসাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলা হবে না তার। তবে পরের ম্যাচগুলোতেও অনিশ্চিত তিনি। আফ্রিকার বিরুদ্ধে লড়াই ইস্যুতে ভারতীয় শিবিরে এটি একটি বড় ধরনের অঘটন। কেননা টেস্ট ক্রিকেটে ভারত শ্রীশান্তের মত এখনো কাউকে খুঁজে পায়নি। ১৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে