রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ১২:৩৯:২৮

ধোনির ক্রিকেট সংগ্রাম নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি

ধোনির ক্রিকেট সংগ্রাম নিয়ে  যা বললেন সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক : রান স্কোর করার পিছনে যে সহজ ফর্মুলাটা আছে, সেটা বোঝার জন্য কোনও রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। যত বেশি বল তুমি খেলবে, তত বেশি রান করতে পারবে। আশা করব, ধোনি সেটা এখন বুঝতে পারবে। ধোনি যে রান পাবে, সেটা নিয়ে কোনও সন্দেহ ছিল না। আশা করব, এই রানটা ওকে ধারাবাহিক ভাবে উপরের দিকে ব্যাট করার ব্যাপারে সাহায্য করবে। ধোনি রান পাওয়ায় আরও একটা সুবিধা হবে। ক্যাপ্টেন ধোনির থেকে সেরাটা পেতে হলে ব্যাটসম্যান ধোনিকে ভাল খেলতে হবে। ব্যাটে রান পেলে ধোনি কিন্তু সম্পূর্ণ অন্য অধিনায়ক হয়ে যায়। একটা ব্যাপার মাথায় রাখা দরকার। ধোনি এখন টেস্ট ক্রিকেটটা খেলে না। ফলে ধোনির ক্ষেত্রে দুটো সিরিজের মধ্যে ফারাকটা অনেক হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু ওর ক্রিকেটে প্রভাব ফেলবেই। ইনদওরে শেষ ম্যাচে ধোনির অধিনায়কত্ব অনেক ভাল হয়েছে। ধোনিকে বুঝতে হবে, দিনের শেষে ও-ও এক জন মানুষ। রান পাওয়া না পাওয়ার উপর ওর মানসিকতাও নির্ভর করে থাকবে। ইনদওরে ভারতীয় ব্যাটিং ভেঙে পড়ার পর ধোনি হাল ধরেছিল। ধোনি যখন সেট হয়ে যায়, তখন ও শেষ দিকে এতটাই আক্রমণাত্মক খেলে যে লোয়ার অর্ডারের উপর কোনও চাপ থাকে না। আশা করব, ম্যাচ শেষ করার যুক্তি দেখিয়ে ধোনি আবার নিজেকে নীচের দিকে নিয়ে যাবে না। ও সেট হয়ে গেলে এমনিতেই ম্যাচ শেষ করে দিয়ে আসবে। ইনদওরে ভারতীয় বোলার এবং ফিল্ডাররা দক্ষিণ আফ্রিকাকে একবার চেপে ধরার পর আর মাথা তুলে দাঁড়াতে দেয়নি। পাঁচ জন বোলার নিয়ে খেলার স্ট্র্যাটেজিটাও কাজে লেগে যায়। কোনও সময়ই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের উপর থেকে চাপ আলগা হয়নি। তার পাশাপাশি অবশ্য এটাও বলতে হবে, পাঁচ বোলার খেলানোর এই ধাঁধাটা কিন্তু ভবিষ্যতেও উঠতে থাকবে। সিরিজের প্রথম চারটে ম্যাচের মধ্যে তিনটেতে হারের পর ভারত এমন একটা ম্যাচ জিতে ফিরে এল, যেটা মাঝপথে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার পকেটে চলে গিয়েছে। রাজকোটের ম্যাচটাও কিন্তু দু’দলের মানসিকতার পরীক্ষা নেবে। সাধারণত রাজকোটের পিচে খুব ভাল রান ওঠে। কিন্তু এ বারের রঞ্জি ম্যাচে দেখছি রবীন্দ্র জাডেজা বেশ ভাল টার্ন পেয়েছে, উইকেটও পেয়েছে অনেকগুলো। আন্তর্জাতিক ম্যাচে পিচটা কী রকম ব্যবহার করে, সেটা এখন দেখতে চাই। এই ম্যাচটা ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি ক্রিকেটারদের মানসিকতারও পরীক্ষা নেবে। তেতে থাকা ভারতীয় ক্রিকেটাররা মানসিক ভাবে চাপে ফেলার চেষ্টা করবে দক্ষিণ আফ্রিকাকে। দেখতে চাই, ডে’ভিলিয়ার্স অ্যান্ড কোম্পানির কাছে এর কী জবাব আছে। -আনন্দবাজার ১৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে