আইপিএলে অংশ নিতে পারবে কি না ব্যাঙ্গালুরু-চেন্নাই, জানা যাবে আজ
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএলে) ম্যাচ গড়াপেটার অভিযোগে দুই বছরের জন্য নির্বাসিত ছিলেন আসরটির জনপ্রিয় দুইটি দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। নির্বাসিত এই দুই ফ্র্যাঞ্জাইজিংয়ের ব্যাপারে আজ সিদ্ধান্ত নিবে বরে জানা যায় লোধা কমিটি।
লোধা কমিটির পাশাপাশি এবার দলগুলোর ব্যাপারে নিজেদের ক্ষমতা ব্যবহার করতে চলেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (বিসিসিআই)। রবিবারের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভাগ্য নির্ধারণ হবে দল দুইটির।
এর আগে একই সভা আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়। কোর্টের নিষেধের পরেও সভায় যোগ দেওয়ার কারণেই বৈঠক বাতিল হয়। এরপর প্রয়াত ডালমিয়ার জায়গায় বসেন শশাঙ্ক।
চেন্নাই-ব্যাঙ্গালুরুর ব্যাপারে সিদ্ধান্তও নেওয়ার ক্ষমতা লোধা কমিটিই ছেড়ে দেয় বোর্ডের হাতে।
১৮ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর