স্পোর্টস ডেস্ক : বর্তমানে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান। এই কীর্তি একটা সময় ছিল স্পিনার আবদুর রাজ্জাকের। দুই কালের দুই শীর্ষ বোলার জাতীয় লিগে খেলছেন একই দলে। খুলনার হয়ে খেলছেন তারা। জাতীয় লিগে মুস্তাফিজের দাপট চলছেই। মুস্তাফিজের যোগ্য সঙ্গী হয়েছেন আবদুর রাজ্জাক। ৪র্থ পর্বের জাতীয় লিগে ঢাকার বিপক্ষে মাঠে নামে খুলনা।
খুলনা নিজেদের ব্যাটিং সেসনে ব্যর্থ হয়। ঢাকা বিভাগের বোলারদের আক্রমণে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় খুলনা। মুস্তাফিজ ও রাজ্জাকের বোলিংয়ে মোটামুটি মান বাঁচে খুলনার।
মুস্তাফিজ নেন ৪ উইকেট অন্যদিকে রাজ্জাক শিকার করেন ৩টি। তাতে প্রমথ সেসনে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি ঢাকা বিভাগ। ১৫৪ রানে গুটিয়ে যায় ঢাকা। মুস্তাফিজ ও রাজ্জাকের বোলিং দাপট শেষে যেন পালে হাওয়া ফিরে পায় খুলনা।
দ্বিতীয় সেসনে ব্যাটিংয়ে ভালো করছে খুলনা বিভাগ। খুলনার ওপেনার মিরাজ হাফ-সেঞ্চুরি করেছেন এরই মধ্যে। ১ উইকেট হারিয়ে ১৫ ওভার খেলা শেষে দলীয় রান একশতর কাছাকাছি।
১৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর