রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ০৩:২৫:২২

বিশ্বকাপ কিনেছিল জার্মানি!

বিশ্বকাপ কিনেছিল জার্মানি!

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্ব অবাক। সৃষ্টি হয়েছে তোলাপাড়। জার্মানির ম্যাগাজিন ‘দার স্পাইগেল’ ফাঁস করেছে এই তথ্য। তাতে উঠে আসে বিশ্বকাপ কিনেছিল জার্মানি! ফিফার দুর্নীতি নিয়ে খবর প্রকাশিত হয় এখানে। এর সঙ্গে জড়িত ফুটবল বিশ্বের শক্তিশালী দেশ জার্মানি। অভিযোগ উঠেছে ঘুষের বিনিময়ে ওই বিশ্বকাপের আয়োজক হয় জার্মানি। এ অনৈতিক কাজের সঙ্গে জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও জার্মান ফুটবল ফেডারেশনের বর্তমান প্রধান উল্ফগান নার্সবাচ জড়িত বলে অভিযোগ। ম্যাগাজিনটিতে বলা হয়, ২০০৬ সালে অনিয়ম করে জার্মানী। ৬.৭ মিলিয়ন ইউরো ফিফার চার কর্মকর্তাকে ঘুষ দিয়ে বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার দৌঁড়ে এগিয়ে যায়। ঘুষের মাধ্যমে পক্ষে ভোট নেয়া অন্যদিকে কয়েকজনকে ভোট প্রদান থেকে দূরে রাখে জামার্নি। ম্যাগাজিনটি জানায়, ২০০৮ সালে মারা যান ভোট দেয়া থেকে বিরত থাকা ফিাফা কর্মকর্তা চার্লস ডেম্পলি। অন্যদিকে ২০০৯ সালে মারা যান এই কূটচালের সাথে জড়িত থাকা রবার্ত লুইস। ফিফার সাবেক নির্বাহী কর্মকর্তা চাং মং জুন ঘুষ গ্রহণ করেও বলে দাবি করেছে এই ম্যাগাজিন। এর পরেও মাত্র একটি ভোট বেশি পায় জার্মানি। তবে এ বিষয়ে ফিফা টাকা নেয়ার বিষয়টি স্বীকার করলেও ঘুষের প্রসঙ্গ অস্বীকার করে। ফিফার কর্মকর্তারা জানায়, জামার্নি উন্নয়ন কর্মকাণ্ডের জন্য টাকা দিয়েছিল। তবে এই বিষয়টি নিয়ে ঠিকই জোড় তদন্তে নেমেছে ফুটবল ফেডারেশন। ১৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে