রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ০৩:৫৫:৩৯

ত্রিদেশীয় সিরিজ নিয়ে আলোচনায় ভারত-পাকিস্তান

ত্রিদেশীয় সিরিজ নিয়ে আলোচনায় ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আমন্ত্রণ থেকে শুরু করে হাতে পায়ে ধরা সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডাকে দেশটিতে সফর করতে রাজি হচ্ছেনা বিশ্বের ক্রিকেট দল গুলো। তার পরও পাকিস্তান হয় সফরকারী হয়ে নতুবা নিরপেক্ষ ভ্যানুতে খেলে কোন ভাবে টিকিয়ে রেখেছে তাদের জাতীয় ক্রিকেটকে। র্দীঘ দিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতকে অনুরোধ করে আসছে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যপারে। কিন্তু পাকিস্তানের অনুরোধ বার বারই না করে দিয়েছেন ভারত। তবে গত সপ্তাহে দুবাইয়ের আইসিসি মিটিং এর পর থেকেই আলোচনায় আসে ভারতের সঙ্গে পাকিস্তানের কোন দ্বিপাক্ষিক খেলা না হলেও বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ হতে পারে। মূলত ডিসেম্বরে পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ না হলে বাংলাদেশকে সাথে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের, এমনটাই গুঞ্জন ওঠে। বিসিসিআই এর নতুন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর রবিবার মুম্বাইয়ে কার্যনির্বাহী পরিষদের সাথে বৈঠকে বসছেন। এ বৈঠকের অন্যতম এজেন্ডা হতে যাচ্ছে এই ত্রিদেশীয় সিরিজের সম্ভাবনা। সিরিজটি আদৌ হবে কি না? হলে ভারতেই আয়োজিত হবে, নাকি ভেন্যু হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়া হবে? বাংলাদেশ ভেন্যু হলে ভারত সরকারের কোন আপত্তি আছে কি না? এসবই হতে যাচ্ছে মূল আলোচনা। এর পর সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সভাপতি শাহরিয়ার খান বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের সাথে দেখা করবেন। সেই বৈঠকেই নির্ধারিত হতে পারে এই ত্রিদেশীয় সিরিজের ভাগ্য। এর আগেই রবিবারের আলোচনায় ত্রিদেশীয় সিরিজের ব্যাপারে নিজেদের ভাবনা চুড়ান্ত করতে চায় বিসিসিআই। এ ছাড়াও আইপিএল এর সাথে পেপসিকোর সম্পর্কচ্ছেদ, আইপিএলের দুইটি ফ্রাঞ্চাইজি বাতিলসহ আরো কয়েকটি ইস্যুতে আলোচনা হতে যাচ্ছে এই সভায়।সূত্রঃ ইএসপিএন ১৮ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে