রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ০৩:৫৯:০১

টাইগারদের নিয়ে যে কারণে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

টাইগারদের নিয়ে যে কারণে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : এ যেন ক্রিকেটপ্রেমীদের জন্য উড়ন্ত খবর! বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান। কয়েকদিন আগে না ফেরার দেশে চলে যান ভারতের ক্রিকেট বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া। ডালমিয়ার মৃত্যুর নানা ঘটনাই ঘটেছে ক্রিকেট বিশ্বে। তবে হয়নি ভারত ও পাকিস্তানের একই বৃত্তে ফিরে আসার মত কোনো পরিবেশ। এ কাজটি যেন বাংলাদেশকেই সারতে হবে হবে। অর্থাৎ দুই দেশের ক্রিকেটে যে বৈরী পরিবেশ সেটা খানিকটা হলেও শান্ত করতে পারে বাংলাদেশ। এ কারণে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি মনোহর নতুন ভাবে সম্পর্কের দিকে যাচ্ছেন। ডিসেম্বরে পাকিস্তান ও ভারতের মধ্যে সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজের দিকে। এই আভাষ পাওয়া যায় আইসিসি মিটিংয়ে। এখন বিষয়টি এগিয়ে গেল আরো এক ধাপ। পাকিস্তানের ক্রিকেট বোর্ড সভাপতি শাহরিয়ার খান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মনোহর বৈঠকে বসছেন। আইপিএলে খেলোয়াড় পাঠানো, পেপসির সাথে সম্পর্ক বাতিল ও বাংলাদেশ -ভারত-পাকিস্তানের সাথে ক্রিদেশীয় সিরিজ নিয়ে কথা বলবেন তারা। দুই দেশ সিদ্ধান্তে পৌঁছতে পারলে রাজি বিসিবিও। ভেন্যুর দিক থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ। ওই দুই দেশের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকায় নিরপেক্ষ ভেন্যু হতে পারে বাংলাদেশ। তবে পরিকল্পনা থাকলেও মতের মিলের উভর নির্ভর করছে সবকিছু। ১৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে