স্পোর্টস ডেস্ক : জাতীয় দল থেকে বেশ দূরে সরে গেছেন যুবরাজ সিং। সিরিজের পর সিরিজ খেলছে ভারত কিন্তু সুযোগ পাচ্ছেন না যুবরাজ সিং। আইপিএল আসর ও বিভিন্ন ঘরোয়া লিগে খেলছেন যুবরাজ সিং।
যুবরাজের ব্যাটে যেন ফের বিষবাষ্প। রঞ্জি ট্রফিতে পাঞ্জারের হয়ে বিষবাষ্প ছাড়েন ব্যাটিংয়ে। যুবরাজের দল সংগ্রহ করে ৬০৮ রান। এর আগে তাদের প্রতিপক্ষ দল গুজরাট করে ৪৬৭ রান।
ক্রিকেটের থিম সং মার ঘুরিয়ে বলতে যে চরণটি রয়েছে যুবরাজ যেন সে ভাবেই আবির্ভূত হন। ১৮৭ রানের ইনিংস উপহার দেন যুবরাজ। সেখানে ১৪টি চার ৭টি ছয়ের মার ছিল। এর মাধ্যমে যুবরাজ লিখলেন নতুন এক মার ঘুরিয়ের কাব্যই!
কয়েকদিন আগে শেষ হওয়া আইপিএল আসরে সবচেয়ে দামি খেলোয়াড় নির্বাচিত হন যুবরাজ। দলে ডাক না পেলেও সে আসরের জন্য নিজের কদর সৃষ্টিতে ভূমিকা রাখবে তার এই উজ্জ্বল ক্রিকেট।
১৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর