রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ০৫:৪৪:০৬

ক্রিকেট ইতিহাসে বিশ্বের ছয় নম্বর মানুষ হলেন শোয়েব মালিক!

ক্রিকেট ইতিহাসে বিশ্বের ছয় নম্বর মানুষ হলেন শোয়েব মালিক!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অল-রাউন্ডার শোয়েব মালিক অনবদ্য ইনিংস খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম ইনিংসে করেন ডাবল সেঞ্চুরি। কিন্তু পরের ম্যাচে আউট হন শূণ্য রান করে। এই রান করেই রেকর্ড করেন শোয়েব মালিক। মালিকের আগে এই রেকর্ড করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান রিকি পন্টিং। ২০০৩ সালে টেস্টে ডাবল সেঞ্চুরি করার পরে দ্বিতীয় ইনিংসে শূণ্য রানে আউট হয়েছিলেন তিনি। টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিক এই তালিকায় ক্রিকেট বিশ্বের ছয় নম্বর মানুষ । দ্বিতীয় স্থানে রিকি পন্টিংই রয়েছেন। প্রথম রেকর্ডটি হয় ১৯৩৫ সালে। দক্ষিণ আফ্রিকার ডাডলি নার্স সে কর্মের মালিক। এই ৩ জনের মাঝে রয়েছেন, পাকিস্তানের ইমতিয়াজ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের সেমোর নার্স ও ভিভ রিচার্ডস। ১৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে