রাজকোটে ভারত ক্রিকেট দলের নাটকীয় পরাজয়
স্পোর্টস ডেস্ক: রাজকোটে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচ ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে দারুণ নাটকীয়তা পরাজয় বরণ করিতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। ম্যাচে যখন ভারতের জয় সহজ বলে মনে হচ্ছিল, তখনই আক্রমণ। আর তাতে ধরাশায়ী স্বাগতিকেরা। দক্ষিণ আফ্রিকায় জয়ী হলো ১৮ রানে। ফলে ৫ ম্যাচ সিরিজে সফরকারীরা ২-১ তে এগিয়ে।
টসে জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে করেছিল ৭ উইকেটে ২৭০ রান। জবাবে ভারত করে ৬ উইকেটে ২৫২ রান।
২৭২ রান চেজ করার বেশির ভাগ সময়ই ভারত ছিল এগিয়ে। কিন্তু এবি ডি ভিলিয়ার্সের দারুণ অধিনায়কত্ব আর মরন মরকেলের বোলিং নিশ্চিত পরাজয়কে জয়ে রূপান্তরিত করে তারা। শেষ কয়েক ওভারের নাটকীয়তায় হেরে যায় ভারত।
এর আগে কুইনটন ডি কক এবং ফ্যাফের ১১৮ রানের পার্টনারশিপের সময় মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার স্কোর আনায়াসেই ৩০০ পেরিয়ে যাবে। কিন্তু হয়নি। রাজকোটে সফরকারীদের ২৭০ রানেই আটকে ফেলতে পেরেছে ধোনি বাহিনী। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই সংগ্রহ করে সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকার ইনিংস ৩৯তম ওভারে ২ উইকেট ২০৫ থেকে ৪১তম ওভারে ৬ উইকেটে ২১০-এ দাঁড়ালে তাদের পক্ষে আর সেই গতি ধরে রাখা সম্ভব হয়নি। কক ১০৩ রানে বিদায় নেন। ভারতের পক্ষে শর্মা নেন দুই উইকেট।
১৮ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�