আবারো মাঠে কাঁপাবেন রুবেল-তাসকিন!
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেসাররা একটু বেশিই যেন ইনজুরি আক্রান্ত হন। সর্বশেষ ইনজুরি আক্রান্ত জাতীয় দলের পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। তবে তারা শিগগিরই মাঠে ফিরছেন। মাঠে ফিরে মাঠ কাঁপাবেন তারা। এমন প্রত্যাশা ভক্তদের। তবে ঠিক কবে নাগাদ তারা মাঠে ফিরছেন তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।
সাইড স্ট্রেইন সমস্যার কারণে ‘এ’ দলের ভারত সফরের মাঝপথে দেশে ফিরিয়ে আনা হয় তাসকিনকে। রুবেল হোসেন ভুগছেন পায়ের মাংসপেশীর ইনজুরিতে। ২ জনই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান।
রোববার মিরপুরে তিনি বলেছেন, পায়ের মাংসপেশীর সমস্যায় ভুগছেন রুবেল। এ সমস্যা থেকে সেরে উঠতে ৪-৬ সপ্তাহ সময় লাগতে পারে। এর মধ্যে রুবেলের ৩ সপ্তাহ কেটে গেছে। তার অবস্থার বেশ উন্নতি হয়েছে। এরই মধ্যে রানিংও শুরু করে দিয়েছেন তিনি। আশা করা যায়, জিম্বাবুয়ে সিরিজের আগেই ঠিক হয়ে যাবে। কিন্তু তাসকিনের জন্য হয়তো আরো একটু অপেক্ষা করতে হবে।
রুবেল জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আশাবাদী থাকলেও তাসকিন তাকিয়ে আছেন বিপিএলের দিকে। ঘরোয়া আসরের আগে নিজেকে ফিট করতে চান তাসকিন। সম্ভব হলে জিম্বাবুয়ের বিপক্ষে টোয়েন্টি২০ ম্যাচও খেলতে চান তিনি।
১৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এআর
�