সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০১:৫৬:৪৪

নবীর শতকে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল আফগানরা

নবীর শতকে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল আফগানরা

স্পোর্টস ডেস্ক: বুলাওয়েতে মোহাম্মদ নবীর দুর্দান্ত শতকে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৮ রানে জিতেছে আফগানিস্তান। ৫ ম্যাচের সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে জেতে জিম্বাবুয়ে। দ্বিতীয়টিতে জয় পেয়ে সমতা ফেরাল আফগানরা। শুরুতে টসে জিতে অধিনায়ক আসগর স্টানিকজাই আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দলীয় ২৫ রানে উদ্বোধনী ব্যাটসম্যান মোহম্মাদ শাহজাদ আউট হয়ে গেলেও ওয়ান-ডাউনে নামা মোহাম্মদ নবীর সঙ্গে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান নুর আলী জাদরানের ১৩৩ রানের দারুণ এক জুটি গড়লে ঘুরে দাড়ায় সফরকারীরা। পরে ব্যাক্তিগত ৬০ রানে জাদরান ফিরে গেলেও লড়াই চালিয়ে যান মোহাম্মদ নবী। ১২১ রান মোকাবেলা করে ৩টি বাউণ্ডারি ও ৬ টি ওভার বাউণ্ডারি হাকিয়ে শেষে ১১৬ থামেন তিনি। এছাড়া অধিনায়ক আসগার স্টানিকজাই ৩৬ বলে ৩৯ রানের একটি ইনিংস এবং সামিউল্লাহ সেনওয়ারীর ২০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রানের বড় লক্ষ্যে পৌছায় সফরকারীরা। জিম্বাবুয়ের হয়ে পানিয়াঙ্গারা এবং মুতমবদজি ২টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। ঘরের মাঠে দলীয় মাত্র ১৫ রানেই ওপেনার চিবাবা আউট হন। জিম্বাবুয়ের হয়ে ৪৬ রানে সর্বোচ্চ ইনিংসটি খেলেন লুক জংওয়ে। ৪৩ রান করেন ক্রেইগ আরভিন। তাছাড়া ওপেনিংয়ে নামা রিচমন্ড মুতমবামি ৩৫ রানেই ইনিংস খেললেও হাফসেঞ্চুরি পর্যন্ত পৌঁছতে পারেনি তিনি। শেষপর্যন্ত বড় কোনো জুটি গড়তে না পারায় ৪৬.৪ ওভারে ২১৩ রান করে আলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। আফগানিস্তানের হয়ে আফতাব আলম, দৌলত জাদরান এবং সামিউল্লাহ সেনওয়ারী ২টি করে উইকেট লাভ করেন। তাছাড়া একটি করে উইকেট লাভ করেন আমির হামজা, মোহাম্মাদ নবী ও রশিদ খান। দারুণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে আফগানিস্তান। ১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ/আসিফ/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে