আইপিএলে দু’বছর পরই ফিরছে রাজস্থান ও চেন্নাই
স্পোর্টস ডেস্ক : পুরোপুরি বাতিল নয়, আপাতত আইপিএলে ভেসে রইল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংগস। দু’বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৮-র আইপিএলে ফেরার সুযোগ খোলা রইল এই দুই দলের সামনে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করে, রাজস্থান এবং সিএসকে আইপিএল থেকে পুরোপুরি বাতিল করা হবে না। ফলে দু’বছর পর ফের আইপিএলে খেলতে পারবে ওই দু’দল। বিসিসিআই সূত্রে খবর, পরের বছর আইপিএলে রাজস্থান এবং সিএসকে-র পরিবর্তে দু’টি নতুন টিমের জন্য নিলাম ডাকা হবে।
এ দিন বিসিসিআইয়ের ওয়ার্কিং কমিটির বৈঠকে স্থির হয়, বিচারক লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী সিএসকে এবং রাজস্থানের উপর সাসপেনশন বহাল থাকবে। তবে এই সিদ্ধান্তের ফলে ২০১৮-র আইপিএল দশ-দলীয় হবে কি না তা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। কারণ, এ দিন তা খোলসা করেনি বিসিসিআই। বোর্ডের এক শীর্ষ কর্তা অবশ্য জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ-সহ ২০১৮-র আইপিএলে দশটি দল খেলবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৯ নভেম্বরে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায়। - আনন্দবাজার
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর
�