সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৮:২৩:৪৬

জার্গেন ক্লপের অভিষেক ম্যাচে দারুণ খেলেছে লিভারপুল

জার্গেন ক্লপের অভিষেক ম্যাচে দারুণ খেলেছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক: জার্গেন ক্লপের অভিষেক ম্যাচে টেটেনহ্যামের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যচটি ড্র করেছে লিভারপুল। শনিবার অনুষ্ঠিত প্রিমিয়ার লীগের আরেক ম্যাচে চাপের মধ্যে থাকা চেলসি ২-০ গোলে হারিয়েছে এ্যাস্টনভিলাকে। আন্তর্জাতিক বিরতির পর প্রিমিয়ার লীগে ক্লপের প্রথম ম্যচটির দিকে দৃষ্টি ছিল লীগের শীর্ষ ক্লাবগুলোর। তাদের এই আগ্রহের ভিন্ন অনেকগুলো কারণও ছিল। এদিকে তোপের মুখে থাকা চেলসি বস হোসে মরিনহো এদিন লীগের তৃতীয় জয়টি লাভ করেছেন। আর রাহিম স্টর্লিংয়ের প্রথমার্ধের হ্যাট্রিকে ভর করে বার্নমাউথকে ৫-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যনচেস্টার সিটি। ১১ মাসের এ্যাওয়ে গোলের খরা ঘুচিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গেলের জয় পাইয়ে দিয়েছেন ওয়েন রুনি। এদিন নিজের অভিষেক ম্যাচে ক্লপ তার দলে অভিষেক ঘটিয়েছেন ২০ বছর বয়সি জার্মান স্ট্রাইকার ডিভক অরিজিকে। তবে ম্যাচটি ড্র করার কৃতিত্ব দিতে হবে গোলরক্ষক সাইমন মিগনোলেটকে। কারণ তিনটি গুরুত্বপূর্ণ সেভ করেছেন এই গোল রক্ষক। ক্লপ বলেন, ‘এটিকে বজে খেলা বলা যাবে না। আমরা একত্রিত হয়েছি মাত্র তিন দিন। এরই মধ্যে সেরা সফলতার প্রত্যাশা করা যায় না। আর টোটেনহ্যামও যথেষ্ট শক্তিশালী দল। এদের বিপক্ষে লড়াই করা বেশ কঠিন। তাই এই ম্যচে আমি সন্তুষ্ট।’ এদিকে ১৯৭৮-৭৯ সালের পর শীর্ষ লীগে সবচেয়ে বাজেভাবে শুরু করেছে চেলসি। তবে বিগত চার ম্যাচের মধ্যে প্রথম এই জয়টি দলটিকে সঠিক পথে ফিরিয়ে এনেছে। ম্যাচের ৩৪তম মিনিটে ভিলা গোল রক্ষক ব্রেড গুজান এবং জুলিয়ন লেসকটের ভুল বুঝাবুঝির সুযোগটি ভালভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছেন তিন ম্যাচে নিষিদ্ধ থাকার পর মাঠে ফেরা ডি কস্তা। এদিন তিনি মৌসুমের তৃতীয় গোলটি আদায় করেন। চেলসির দ্বিতীয় গোলেও ভূমিকা রেখেছেন এই স্প্যানিশ তারকা। মরিনহো বলেন, ‘এই মুহূর্তে আমার কিছু খেলোয়াড় তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। তবে তারা নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তারা এখন ঐক্যবদ্ধ হয়ে ভাল ফলাফলের জন্য লড়াই করতে প্রস্তুত।’ বাসস ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে