বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ১০:২২:০৭

শ্রীলঙ্কায় বিশ্বমিডিয়ার ভার সামলালেন মিরাজ

শ্রীলঙ্কায় বিশ্বমিডিয়ার ভার সামলালেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: গলে বিশ্বমিডিয়ার ভার সামলালেন মিরাজ। বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্টের প্রথম দিনের লড়াইয়ে এগিয়ে শ্রীলঙ্কা। দুই স্পিনার নিয়ে রণকৌশল সাজালেও উইকেট থেকে কোনো সাহায্য পাচ্ছে না বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান দিনের ৮৮ ওভারের খেলায় ৩৬ ওভার বোলিং করেছেন। মাহমুদউল্লাহ করেছেন ২ ওভার। কিন্তু স্পিনারদের থেকে সাফল্য এসেছে মাত্র ১টি। সেটিও লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নের ‘ভুলে’। মিরাজও বলে দিলেন,‘ব্যাটসম্যানরা ভুল না করলে আউট করা খুব কঠিন হয়ে যাচ্ছে।’

সাকিব আল হাসান ২৪ ওভারে ৭১ রান দিয়ে রয়েছেন উইকেটশূন্য। মিরাজ ১২ ওভারে ৬৬ রানে নিয়েছেন ১ উইকেট। সবথেকে বড় কথা, দুজনের ৩৬ ওভারের বোলিংয়ে মেডেন ওভার ছিল মাত্র ৩টি। সেটিও সাকিবের।

গলের ফ্লাট উইকেটে সাচ্ছ্বন্দ্যে ব্যাটিং করেছেন লঙ্কান ব্যাটসম্যানরা। সবথেকে বেশি নজর কেড়েছেন তিনে নেমে ১৬৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করা কুশাল মেন্ডিস। পেসার কিংবা স্পিনার, একেবারে শেষ পর্যন্ত বল দেখে খেলেছেন ডানহাতি এ ব্যাটসম্যান।

মিরাজ ও সাকিবের বল লাইনে গিয়ে ড্রাইভ করেছেন, কাট করেছেন। মিরাজকে এগিয়ে এসে স্ট্রেইট ড্রাইভে লং অনের উপর দিয়ে যে ছক্কাটি মেরেছেন তা ছিল এক কথায় অসাধারণ। এছাড়া সৌম্যকে স্ট্রেইট ড্রাইভ মেরে সেঞ্চুরি পূর্ণ করার শটটিতেও ছিল নান্দনিকতা। সব মিলিয়ে আজ বাংলাদেশের বোলাররা প্রত্যাশিতভাবেই কোনো সাহায্য পায়নি।

নিজেদের বোলিং নিয়ে মিরাজ বলেছেন,‘স্পিনাররা ওভাবে কোনো হেল্প পাচ্ছে না। আমিও বল করেছি, সাকিব ভাইও বল করেছে। কিন্তু সাহায্য পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ওদের ব্যাটসম্যানরা, বিশেষ করে কুশাল মেন্ডিস খুব ভালোভাবে স্পিনারদের হ্যান্ডেল করছে।’ মিরাজের ধারণা,‘প্রথম দুই-তিনদিন উইকেট এরকমই থাকবে। ‍তিনদিনের পর থেকে একটু টার্ন করা শুরু করবে।’

মুশফিকুর রহিম দুই দিক থেকে স্পিনারদের বোলিং করাননি। একটানা ওভারও করাননি। এক পেসার ও এক স্পিনার নিয়ে লঙ্কান শিবিরে আক্রমণ করেছেন। দুই দিক থেকে বোলিং না করার কারণ প্রসঙ্গে মিরাজের ব্যাখ্যা,‘যে উইকেটে খেলা হয়েছে স্পিনারা ভালো বোলিং করলেও দুই দিক থেকে উইকেট বের করতে পারবে না যতক্ষণ না ব্যাটসম্যানরা ভুল করবে। পেস বোলারদের সর্বোচ্চ সুযোগ থাকে উইকেট পাওয়ার যদি ভালো জায়গায় বল করে। এক প্রান্ত থেকে স্পিনার, অন্য প্রান্ত থেকে পেসার হওয়ায় ভালো হয়েছে।’
৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে