বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ১১:২৬:১৪

আজ দুই ‘ম’ এর দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ

আজ দুই ‘ম’ এর দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ছন্দ ফিরিয়ে আনতে দুই ‘ম’ এখন বড় ভরসা। তাদের মিলের শেষ নেই। দু জনেরই নাম শুরু ‘ম’ অক্ষর দিয়ে। যুব দলে দু জনই ছিলেন তারকা। জাতীয় দলে অভিষেকেই সোরগোল ফেলে দিয়ে বর্ষসেরা তরুনের খেতাবও জিতে নিয়েছেন পরপর দুই বছরে। কিন্তু বিষ্ময়কর হলেও সত্যি যে, জাতীয় দলের জার্সি গায়ে মাঠে একসাথে দু জনের গতকালকের আগে দেখা হয়নি।

অবশেষে সেটা হলো। অবশেষে একসাথে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামলেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। যুব দলে থাকা অবস্থায় দু’জনের মধ্যে সখ্যতা গড়ে উঠে। সেখানে মিরাজের অধিনায়কত্বে খেলেছেন মুস্তাফিজ।  

জাতীয় দলে প্রায় দুই বছর হলো খেলছেন মুস্তাফিজুর রহমান। অভিষেকেই পরপর দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে বিশ্বকে হাতের তালুতে নিয়ে এসেছিলেন। এরপর একটার পর একটা প্রান্ত জয় করেছেন।

অন্যদিকে গত বছরের নভেম্বরে জাতীয় দলে সাদা পোশাকে অভিষেক হয় অপস্পিনার মেহেদী হাসান মিরাজের। মিরাজ যখন দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে টেস্ট শুরু করলেন, মুস্তাফিজ তখন ইনজুরির জন্য দলের বাইরে।

গতকাল গল টেস্টে এক সাথে ২২ গজের লড়াইয়ে নামেন মিরাজ ও মুস্তাফিজ। ১৯ মাস পর টেস্ট ফেরা মুস্তাফিজকে স্বাগত জানিয়েছেন ২০১৪ সালে অনূর্ধ-১৯ দলে মুস্তাফিজের অধিনায়ক মিরাজ। পুরোনো বন্ধুর সাথে ম্যাচ খেলতে পেরে ভালো লাগছে জানিয়ে মিরাজ বলেন, ‘আমার একটা ইচ্ছে ছিল যে, আমরা দু’জনে এক সাথে খেলব। এখন খেলতে পারছি বলে ভালো লগছে।

দীর্ঘদিন পর টেস্টে খেলতে নেমে মুস্তাফিজ ভালো করছে। ইনজুরি থেকে ফিরে নিউজিল্যান্ডে যখন খেলল তখন ও কিছুটা নড়বড়ে অবস্থায় ছিল। এখন আমার কাছে মনে হচ্ছে মুস্তাফিজ অনেক ভালো ফিট আছে।’

গল টেস্ট শুরুর আগে মুস্তাফজ-মিরাজদের নিয়ে মুশফিক বলেছিলেন, ‘দুইজনের বলেই বৈচিত্র আছে। তারা ভালো করলে আমাদের পক্ষেই ফল আসবে।’
৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে