টাইগার শিবিরে দারুণ স্বস্তি, সুখবর এলো পেসারদের নিয়ে
স্পোর্টস ডেস্ক : পেসারদের একের পর এক ইনজুরির কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে দেখা দিয়েছিল অনেকটা শঙ্কা। টাইগার শিবিরে এই যাত্রাটা অনেক আগে থেকে শুরু হলেও ভারত সফরেই দেশের পেস লাইনের দুই প্রধান অস্ত্র রুবেল হোসেন ও তাসকিন আহমেদ পড়েছিলেন বড় ধরনের বিপাকে। তাই দু’জনকেই দেশি চলে আসতে হল। দেশে এসেও রক্ষা না পেয়ে ফের ইনজুরিতে পড়েন।
তবে এবার বাংলাদেশ পেসারদের নিয়ে সুখবর জানালেন জাতীয় দলের ফিজিও বায়োজিদ খান। তিনি জানান, ‘সুস্থ হয়ে উঠেছেন রুবেল-তাসকিনরা। এছাড়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শফিউলরা।
তাসকিনের ইনজুরি নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, ‘তাসকিনের সাইড স্ট্রেইন সমস্যা থাকায় তাকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকার কথা রয়েছে। তবে তার ইতিমধ্যে চার সপ্তাহ চলে গেছে। তাসকিন এই সপ্তাহ থেকে ওর স্বাভাবিক অনুশীলগুলো শুরু করছে। পুরোপুরি অনুশীলন শুরু করলে বোঝা যাবে কেমন হয়।’
পেসার রুবেল হোসেনের কথা আসতেই তিনি বলেন, ‘প্রথমবারের মতো কাফ মাসলের ইনজুরিতে পড়েছে সে। ৪-৬ সপ্তাহ সময় লাগার কথা। ইতিমধ্যে তিন সপ্তাহ শেষ হয়েছে। রুবেলের উন্নতি বেশ ভালোই। আজ প্রথম রানিং শেষ করল। আশা করছি ঠিক সময়েই ও সেরে উঠবে।’
অন্যদিকে আরেক পেসার শফিউল ইসলামের প্রসঙ্গ আসতেই তিনি বলেন, শফিউল আগের চাইতে অনেকটা সুস্থ আছেন। আশা করছি দ্রুতই তিনি মাঠে ফিরবেন।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�