বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ১২:২২:৪০

মেন্ডিসকে ডাবল সেঞ্চুরি করতে দিলেন না মিরাজ, ফেরালেন সাজঘরে

মেন্ডিসকে ডাবল সেঞ্চুরি করতে দিলেন না মিরাজ, ফেরালেন সাজঘরে

স্পোর্টস ডেস্ক: ডাবল সেঞ্চুরিটা হলো না তার। মিরাজ ফেরালেন সাজঘরে। গলে দ্বিতীয় দিনেও দাপট দেখাচ্ছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন কুশল মেন্ডিস ও নিরোশান দিকওয়েলা। এক পর্যায়ে ডাবল সেঞ্চুরির দিকেই যাচ্ছিলেন দাপট দেখিয়ে খেলা মেন্ডিস।

স্কোর যখন ১৯৪, তখন ওভার বাউন্ডারি মেরেই চেয়েছিলেন ডাবল পূরণ করতে। কিন্তু এবার আর রক্ষা পেলেন না বাউন্ডারিতে। মেহেদির বলে ছক্কা মারতে গিয়ে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৯৪ রানে। শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৪০০ রান। অবশ্য তাকে সঙ্গ দেওয়া দিকওয়েলা হাঁকিয়েছেন হাফসেঞ্চুরি। ব্যাট করছেন ৬৪ রানে।  

বিদায় নেওয়ার আগে পঞ্চম উইকেটে এই জুটিতেই আসে ১১০ রান। অবশ্য ৯৫তম ওভারেও একইভাবে আউট হতে পারতেন মেন্ডিস। শুভাশিষের বলে ক্যাচ তুলেছিলেন। হুক করেছিলেন, আর সেই বল বাউন্ডারি পার করে ক্যাচ নেন মুস্তাফিজুর। আম্পায়ারের সিদ্ধান্ত জানানোর আগে উইকেট নেওয়ার উদযাপনও করেছিলেন শুভাশিষ। কিন্তু আফসোস সেই ক্যাচটি ছিল ছক্কা!

গতকালকে এই মেন্ডিসকেই তালুবন্দী করেছিলেন লিটন। কিন্তু লেগ নো হওয়ায় বেঁচে যান দাপট দেখিয়ে খেলা এই ব্যাটসম্যান। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহের দিকে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

গলে আগের দিন ৪ উইকেটে ৩২১ রানে দিন শেষ করেছিল স্বাগতিকরা। যেখানে দিনের শেষ দিকে হুমকি হয়ে উঠা জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ৮৫ রানে বোল্ড হয়ে ফেরেন গুনারত্নে।
৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে