বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ০১:১৪:৫৬

নো বলই যন্ত্রণা দিচ্ছে বাংলাদেশকে!

 নো বলই যন্ত্রণা দিচ্ছে বাংলাদেশকে!

স্পোর্টস ডেস্ক: একটি নো বলেই পাল্টে গেলো দৃশ্যপট। নো বলই যন্ত্রণা দিচ্ছে বাংলাদেশকে! গল টেস্টের প্রথম দিনেই  ‘শূন্য’ রানে জীবন পান কুশল মেন্ডিস। পরে চতুর্থ উইকেটে আসিলা গুনারাত্নের (৮৫) সঙ্গে ১৯৬ রানের জুটি গড়েন তিনি। মেন্ডিসের ১৬৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৪ উইকেটে ৩২১ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৫৮ রান। তার সঙ্গে ব্যাট করছেন নিরোশান দিকওয়েলা। মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামেন লঙ্কান দলপতি রঙ্গনা হেরাথ। প্রথম দিনের প্রথম সেশনে স্কোরবোর্ডে ২৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৬১ রান তোলে লক্ষানরা।

ষষ্ঠ ওভারে উপুল থারাঙ্গাকে (৪) আউট করে প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার শুভাশিস। পরের বলেই লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন কুশল মেন্ডিস। কিন্তু রিভিউতে পায়ের নো বল ধরা পড়ায় আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নেন আম্পায়ার।

মেন্ডিসকে নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নেন ওপেনার করুনারাত্নে। ২৩তম ওভারে দু’জনের ৪৫ রানের পার্টনারশিপ ভাঙেন মিরাজ। দিনেশ চান্দিমালকে ফেরায় মোস্তাফিজুর রহমান। ৪০তম ওভারে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন চান্দিমাল। তবে এক প্রান্ত আগলে রাখেন মেন্ডিস। গুনারাত্নের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলেন। তবে তৃতীয় সেশনের শেষদিকে ৮৩তম ওভারে গুনরাত্নের (৮৫) বোল্ড করেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায়।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারাত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), অসিলা গুনারাত্নে, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, লক্ষণ সান্দাকান।
৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে