বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ০১:৪১:২৯

ফুটবলের মতো ক্রিকেটেও আসছে মাঠ থেকে খেলোয়াড় বহিষ্কারের নিয়ম

ফুটবলের মতো ক্রিকেটেও আসছে মাঠ থেকে খেলোয়াড় বহিষ্কারের নিয়ম

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের নতুন আইনে ফুটবলের মতো খেলোয়াড়রা বহিষ্কৃত হবেন মাঠ থেকে। মেরিলিবন ক্রিকেট ক্লাব (এমসিসি) একথা জানিয়েছে।

নতুন আইন কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে।

এদিকে বড় ও ভারি ব্যাট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আসছে। ব্যাটের আকার ছোট করা হবে। ব্যাটের প্রস্থ ১০৮ মিলিমিটারের (৪.২৫ ইঞ্চি) বেশি করা যাবে না। সর্বোচ্চ ৬৭ মিলিমিটার শুরু হবে।

আরও পরিবর্তন আসছে। অতিরিক্ত আবেদন এবং আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করলে প্রথমে সতর্ক করে দেয়া হবে।

একই অপরাধ দ্বিতীয়বার করলে পাঁচ রান জরিমানা। প্রতিপক্ষ খেলোয়াড়কে ইচ্ছা করে ধাক্কা দিলেও একই শাস্তি।

আম্পায়ারকে হুমকি দিলে বহিষ্কৃত হতে পারেন ওই খেলোয়াড়। সেটা সাময়িকভাবে অথবা পুরো সময়ের জন্য। এছাড়া আরও বেশ কয়েকটি নতুন নিয়ম চালু হতে যাচ্ছে ক্রিকেটে।-ওয়েবসাইট
০৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে