বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ০৩:৩৭:১০

ভয় নেই ক্রিকেটপ্রেমীদের, শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

ভয় নেই ক্রিকেটপ্রেমীদের, শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে আর ভয় নেই ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ এবার মাঠে গড়াবে কি না সংশয় ছিলো। এর মধ্যেই যদিও দল গুছিয়ে ফেলেছে অনেকগুলো ক্লাব।

আজ অবশেষে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আনুষ্ঠানিকভাবে জানালো, লিগ শুরুর আনুষ্ঠানিক তারিখ ৭ এপ্রিল।মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হলো, এই মাসেরই, অর্থাৎ মার্চের ১৭ ও ১৮ মার্চ লিগের সম্ভাব্য দলবদল।

এরপর ৭ এপ্রিল থেকে শুরু হবে লিগ। লিগের খেলা অনুষ্ঠিত হবে বিকেএসপির দুই ভেন্যু ও ফতুল্লায়। এ সব সিদ্ধান্তই অবশ্য প্রাথমিক। সিসিডিএম এইসব সিদ্ধান্ত নিয়ে বিসিবির সাথে আলাপ করে তবে চূড়ান্ত করবে।

উল্লেখ্য, এবারের লিগে প্লেয়ার বাই চয়েজ থাকছে না। অর্থাৎ লটারির মাধ্যমে খেলোয়াড় বেছে নেওয়া হবে না খেলোয়াড়দের। খেলোয়াড়রা যার যার যোগাযোগ অনুযায়ী বিভিন্ন ক্লাবে যাবে।
৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে