বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ০৩:৫৭:৫৮

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার প্রথম ইনিংসের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটে এগিয়ে যাচ্ছে টাইগার টিম। ব্যাট হাতে বাংলাদেশের সূচনাকে দারুণই বলতে হবে। বেশ ছন্দে ব্যাট করছে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৯৪  রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। তরুণ স্পিনার মিরাজের স্পিনেই লেজের দিকে গুটিয়ে যায় লঙ্কানরা। ১১৩ রানে একাই নেন ৪ উইকেট।  
মধ্যাহ্ন ভোজ থেকে ফিরেই দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ। ১১৬.২ ওভারে মুস্তাফিজের কাটারে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক রঙ্গনা হেরাথ (১৪)। এরপর অবশ্য লাকমল ব্যাটিংয়ে নামলেও দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফেরেন সাজঘরে।

যদিও রানের চাকা সচল রাখতে ভূমিকা রাখছিলেন দিলুরুয়ান পেরেরা। কিন্তু ব্যক্তিগত ৫১ রানে তাকেও লেগবিফোরের ফাঁদে ফেলে বিদায় দেন মিরাজ। পরের উইকেটটিতেও ভূমিকা ছিল মিরাজের। সাকিবের বলে উঠিয়ে মেরেছিলেন সান্দাকান। দুর্দান্ত এক ক্যাচ নিয়ে তাকে সাজঘরের পথ ধরান মিরাজ।     

এর আগে প্রথম সেশনে ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে আরও ১২২ রান যোগ করে স্বাগতিকরা। মধ্যাহ্ন ভোজের আগে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৬ উইকেটে ৪৪৩। আর মধ্যাহ্ন ভোজের আগেই আরেক আগ্রাসী নিরোশান দিকওয়েলাকে ফেরান মেহেদি হাসান মিরাজ। তাকে উঠিয়ে মারতে গিয়েছিলেন। কিন্তু শর্ট থার্ড ম্যানে জমা পড়েন মাহমুদউল্লাহর হাতে। দিকওয়েলা বিদায় নেন ৭৫ রানে।

এর আগে দ্বিতীয় দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন কুশল মেন্ডিস ও নিরোশান দিকওয়েলা। এক পর্যায়ে ডাবল সেঞ্চুরির দিকে যাচ্ছিলেন দাপট দেখিয়ে খেলা মেন্ডিস। স্কোর যখন ১৯৪, তখন ওভার বাউন্ডারি মেরেই চেয়েছিলেন ডাবল পূরণ করতে। কিন্তু এবার আর রক্ষা পেলেন না বাউন্ডারিতে। মেহেদির বলেই ছক্কা মারতে গিয়ে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৯৪ রানে। উল্টো দিকে তাকে সঙ্গ দেওয়া দিকওয়েলা তুলে নেন হাঁকিয়েছেন হাফসেঞ্চুরি।

বিদায় নেওয়ার আগে পঞ্চম উইকেটে এই জুটিতেই আসে ১১০ রান। অবশ্য ৯৫তম ওভারেও একইভাবে আউট হতে পারতেন মেন্ডিস। শুভাশিষের বলে ক্যাচ তুলেছিলেন। হুক করেছিলেন, আর সেই বল বাউন্ডারি পার করে ক্যাচ নেন মুস্তাফিজুর। আম্পায়ারের সিদ্ধান্ত জানানোর আগে উইকেট নেওয়ার উদযাপনও করেছিলেন শুভাশিষ। কিন্তু আফসোস সেই ক্যাচটি ছিল ছক্কা!

গতকালকে এই মেন্ডিসকেই তালুবন্দী করেছিলেন লিটন। কিন্তু লেগ নো হওয়ায় বেঁচে যান দাপট দেখিয়ে খেলা এই ব্যাটসম্যান। গলে আগের দিন ৪ উইকেটে ৩২১ রানে দিন শেষ করেছিল স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে বাকি দুই উইকেট নেন মুস্তাফিজুর। একটি করে নেন সাকিব, শুভাশিষ, তাসকিন। সর্বশেষ খবরে কোনো উইকেট হারিয়ে ৫০ রান করেছেন ওই দুই টাইগার।
৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে