বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ০৪:৩৮:১৬

পাকিস্তানে আমাকে বুলেট প্রুফ গাড়ির বহরে করে নিয়ে গেছে: এনামুল

পাকিস্তানে আমাকে বুলেট প্রুফ গাড়ির বহরে করে নিয়ে গেছে: এনামুল

আল-মামুন: মঙ্গলবার দুপুর একটায় ঢাকায় ফিরে খেলাধুলাকে বলেন এনামুল হক বিজয়। লাহোরে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলে এসেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে।। কথা বলেছেন, পিএসএলের অভিজ্ঞতা নিয়ে।

লাহোরে কেমন লাগলো?

বেশ ভালো লেগেছে। ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। সব মিলিয়ে ভালোই ছিলো। কোন সমস্যা হয়নি।

যাওয়ার আগে আপনার ভেতরে কোন দুশ্চিন্তা কাজ করছে কিনা?

হ্যা, দুশ্চিন্তায় ছিলাম। যাওয়ার আগে আমার মধ্যেও দুশ্চিন্তা কাজ করেছে। তবে পরিবারের সমর্থন থাকায়, তেমন কোন সমস্যা হয়নি। সব মিলিয়ে আত্নবিশ্বাসী ছিলাম, যে না কোন সমস্যা হবে না। যাওয়ার পর বেশভালোই হয়েছে।

লাহোরে নিরাপত্তা কেমন ছিলো?
নিরাপত্তা অসাধারণ ছিলো। বিমান বন্দরে নামার পর, পাকিস্তানে আমাকে বুলেট প্রুফ গাড়ির বহরে করে আমাকে নিয়ে গেছে। সেখানে অনেকগুলো গাড়ি ছিলো। খুব ভালো ফিল হয়েছে।

মাঠে নেমে নার্ভাস ছিলেন কিনা?

একটু নার্ভাস তো অবশ্যই ছিলাম। অনেক দিন পর খেলছি সেটা যেমন ছিলো, ভয়ও কিছুটা কাজ করেছে। মিথ্যা বলে লাভ নেই, সত্যিই অনেক নার্ভাস ছিলাম।

যাওয়ার আগের অবস্থা কেমন ছিলো?

যেহেতু এটা ছোট কোন বিষয় না। সেহেতু বিসিবিরও সিদ্ধান্তের প্রয়োজন ছিলো। আমি যেতে চাইলেই তো আর হবে না। বিসিবির সাপোর্ট লাগবে। বিসিবি আমাকে সব সময় হেল্প করছে। আমি ওখানে থাকা অবস্থায়, বিসিবি আমার সাথে যোগাযোগ রেখেছে। প্রেসিডেন্ট পর্যন্ত আমার সাথে কথা বলে সাহস দিয়েছেন, বলেছেন কোন সমস্যা হবে না। সব মিলিয়ে বিসিবির দারুণ একটা সাপোর্ট ছিলো।

দল তো চ্যাম্পিয়ন হতে পারলো না...

চ্যাম্পিয়ন হতে না পারায় কষ্ট রয়েগেছে। ওখানে সবাই আমাকে খুব হেল্প করছে। সবাই ভালো ভাবে নিয়েছে। দিনগুলো খুব ভালোভাবে কেটেছে।

পারিশ্রমিক কি বুঝে পেয়েছেন?

পারিশ্রমিক এখনও আসেনি। আমিতো সিলভারে ছিলাম (দশ হাজার ডলার)। ম্যানেজার বলেছেন, সময় মতো তোমার পারিশ্রমিক পেয়ে যাবে। পাকিস্তানে আরো দুই-একদিন থাকলে হয়ত দিয়ে দিতো। আমার বিশ্বাস দ্রুত পেয়ে যাবো। দশ হাজার ডলার না পেলেও হয়ত আট হাজার ডলার পাবো।-খেলাধুলা
০৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে