বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ০৫:২০:১৯

ব্যাট হাতে যে রেকর্ড করতে পারেনি বাংলাদেশের কেউ, আজ সেটাই করে দেখালেন তুষার ইমরান

ব্যাট হাতে যে রেকর্ড করতে পারেনি বাংলাদেশের কেউ, আজ সেটাই করে দেখালেন তুষার ইমরান

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে চলতি মৌসুমে রাজত্ব করছেন তুষার ইমরান। চলমান বিসিএলে শেষ রাউন্ডে তুলে নিয়েছেন প্রথম শ্রেণি ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। ব্যাট হাতে যে রেকর্ড করতে পারেনি বাংলাদেশের কেউ, আজ সেটাই করে দেখলেন ফর্মের তুঙ্গে থাকায় তুষার।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) শেষ রাউন্ডে নিজেদের দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চল আদৌ ব্যাট করতে নামবে কি না সেটা নিয়ে একটা শঙ্কা ছিল। তবে, বিকেএসপিতে মধ্যাঞ্চল ৪১৫ রানে অলআউট হয়ে যাওয়ায় ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল।

আর এবার রীতিমত ওপেনিংয়ে নেমে যান চলতি মৌসুমের ‘রান মেশিন’ তুষার ইমরান। আর তাতে আরও একবার নিজেকে সবার ওপরে নিয়ে গেলেন তিনি। ডান হাতি এই ব্যাটসম্যান ১২ বলে করেন ২৮ রান।

আর এর মধ্য দিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে ফেললেন তিনি। এই মৌসুমে তুষার করেছেন ১২৪৯ রান।

দেশের ঘরোয়া ক্রিকেটে বরাবরই নির্ভরতার নাম তুষার ইমরান। তবে চলতি ঘরোয়া মৌসুমে নিজেকে যেন নতুন করেই ফিরে পেয়েছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। জাতীয় লিগ ও চলমান বিসিএলের ১৩ ম্যাচে দুই ডাবল সেঞ্চুরিসহ মোট ৫ সেঞ্চুরিতে এরই মধ্যে করেছেন ১২৪৯ রান। গড় প্রায় ৯০ ছুই ছুই।
০৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে