বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ০৬:২২:১৩

আবারো ‘ওয়াল্ড নম্বর ওয়ান’ টাইগার সাকিব, ঝড়ে গেলেন অশ্বিন

আবারো ‘ওয়াল্ড নম্বর ওয়ান’ টাইগার সাকিব, ঝড়ে গেলেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক: আবারও ‘ওয়াল্ড নম্বর ওয়ান’ হলেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলেন সাকিব। ২০১৫ সালের ডিসেম্বরে রবীচন্দ্রন অশ্বিনের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন তিনি। এবার অশ্বিন ঝড়ে গেলেন এক নম্বর থেকে। সাকিবই দখল করলেন তার শীর্ষস্থানটা।

টেস্ট অলরাউন্ডার হিসেবে সাকিবের রেটিং পয়েন্ট ৪৪১। আর অশ্বিনের ৪৩৪। সর্বশেষ গত ২৪ জানুয়ারিতে প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী অশ্বিনের রেটিং পয়েন্ট ছিল ৪৮২, আর সাকিবের ৪৪৩।

সেই হিসেবে রেটিং পয়েন্টে সাকিবও দুই পিছিয়েছেন। অলরাউন্ডারদের মধ্যে পরবর্তী তিনজন হলেন রবীন্দ্র জাদেজা, মিশেল স্টার্ক ও বেন স্টোকস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এর মধ্য দিয়ে সাকিব নিজের ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত এক সাথে ক্রিকেটের তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করলেন। আগে থেকেই সাকিব ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন।

টি-টোয়েন্টিতে তিনি টপকে গেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে। সেখানে সাকিবের রেটিং পয়েন্ট ৪০৮। আর ম্যাক্সওয়েলের ৩৮৮।
০৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে