বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ০৭:০০:৩৩

দ্বিতীয় দিন শেষে তামিমকে হারানোর আক্ষেপ বাংলাদেশের

দ্বিতীয় দিন শেষে তামিমকে হারানোর আক্ষেপ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: বুধবার দিনটা হতে পারতো বাংলাদেশের। কিন্তু না। দিন শেষে আক্ষেপ থেকেই গেল। গতকাল দিন শেষে একটি ‘নো বলের আক্ষেপ’ ছিল বাংলাদেশের। আর আজ দিন শেষে তামিম ইকবালকে হারানোর আক্ষেপ টাইগারদের।

এদিন প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে। দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কার চেয়ে ৩৬১ রান পিছিয়ে রয়েছে টাইগাররা। গতকাল ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা আজ ৪৯৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচের তৃতীয় দিনের খেলা।

কাল সকালে ব্যাট করতে নামবেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। আজ সৌম্য সরকার ব্যক্তিগত ৬৬ রানে ও মুশফিকুর রহিম ব্যক্তিগত ১ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে দিলরুয়ান পেরেরা ১টি উইকেট নেন। তামিম ইকবাল এক ‘অদ্ভূত’ রান আউট হন।

বিনা উইকেটে বাংলাদেশের রান তখন ১১৮। দ্রুত তা হয়ে গেল ২ উইকেটে ১২৭। ৯ রানে হারাতে হলো ২ উইকেট। প্রথমে ‘বিরল’ রান আউট হয়ে ব্যক্তিগত ৫৭ রানে ফিরে যান তামিম ইকবাল। তামিম ফিরে যাবার পর মুমিনুল আউট হন মাত্র ৭ রান করে। দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউ হন মুমিনুল।

ব্যাট করতে নেমে গলেতে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অসাধারণ ব্যাট করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ইনিংসের শুরুতে একটু জড়তা থাকলেও ধীরে ধরে তা কাটিয়ে ওঠেন দুই ওপেনার।

যদিও শুরুতে একটি জীবন পেয়েছিলেন সৌম্য। নিজের ৪ রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু লাকমলের বলে ওঠা সেই ক্যাচ ড্রপ করেন দিলরুয়ান পেরেরা। জীবন পাওয়ার পর আরো গোটা দুয়েক বাজে শট খেলেন সৌম্য। তবে ভাগ্য ভালো থাকায় বেঁচে যান তিনি। এরপর থেকে নিজেকে সামলে নেন সৌম্য।
০৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে