বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ০৭:৪২:০১

শ্রীলঙ্কার বিপক্ষে ‘ট্রিপল সেঞ্চুরি’ করলেন সাকিব-মিরাজ-শুভাষিস

শ্রীলঙ্কার বিপক্ষে ‘ট্রিপল সেঞ্চুরি’ করলেন সাকিব-মিরাজ-শুভাষিস

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক শ্রীলঙ্কার প্রথম ইনিংসে বল হাতে বাংলাদেশি তিন ক্রিকেটার ৩১৬ রান দিয়ে ‘ট্রিপল সেঞ্চুরি’ করেছে। না অবাক হবেন না। গল টেস্টে সাকিব-মিরাজ-শুভাষিস। অর্থাৎ তিনজনই বোলিং করে শতরান করে খরচ করেছেন। তিনজনেই মোট ৩১৬ রান নিয়েই এই ‘ট্রিপল সেঞ্চুরি’-টা হয়েছে।

সবচেয়ে বেশি খরুচে বোলার মিরাজ। ২২ ওভার বল করে দিয়েছেন ১১৩ রান। ইকোনোমিক রেট ৫.১৩। সাকিব ৩২.১ ওভারে দিয়েছেন ১০০ রান। ইকোনোমিক রেট ৩.১০। শুভাষিস ২৪ ওভারে দিয়েছেন ১০৩ রান। ইকোনোমিক রেট ৪.২৯।

এদিকে সবচেয়ে কিপটে বোলার মুস্তাফিজুর রহমান। ২৫ ওভারে ৬৮ রান দিয়ে ঝুলিতে পুরেছেন ২টি উইকেট। ইকোনোমিক রেট ২.৭২। আরেক পেসার তাসকিন আহমেদও খারাপ বোলিং করেননি। ২১ ওভারে ৭৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

শেষ পর্যন্ত ৪৯৪ রানে থামে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ রান করেন মেন্ডিস (১৯৪)। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান এসেছে আসেলা গুনারত্নের ব্যাট থেকে। দলকে ৭৫ রান উপহার দিয়েছেন নিরোশান ডিকওয়েলা।
০৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে