বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ০৯:৫৭:০৮

একাই ২০৭ রান করে নিজের দলকে রানাআপ করলেন নাফীস

একাই ২০৭ রান করে নিজের দলকে রানাআপ করলেন নাফীস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বিসিবি উত্তরাঞ্চল। আজ শেষ হয়েছে শেষ রাউন্ডের খেলা। শেষ রাউন্ডে দুইটি ম্যাচই ড্র হয়েছে।

ছয় ম্যাচে মোট ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শিরোপা ঘরে তুলেছে উত্তরাঞ্চল। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে থেকে রানাআপ হয়েছে শাহরিয়ার নাফীসদের দক্ষিণাঞ্চল। দলকে রানাআপ করতে শাহরিয়ার নাফীস একাই করেছেন ২০৭ রান।

১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে থেকে আসর শেষ করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। আর ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে তথা সবার শেষে থেকে এবারের আসর শেষ করেছে ওয়ালটন মধ্যাঞ্চল।

গত ৫ মার্চ শুরু হয় শেষ রাউন্ডের খেলা। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে দক্ষিণাঞ্চলের মুখোমুখি হয় মধ্যাঞ্চল। ম্যাচটিতে প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ৭৪৯ রান সংগ্রহ করে ইনিংস শেষ ডিক্লেয়ার করে দক্ষিণাঞ্চল। দলের পক্ষে ডাবল সেঞ্চুরি করেন তুষার ইমরান (২১৭ রান) ও শাহরিয়ার নাফিস (২০৭* রান)।

পরে মধ্যাঞ্চল তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৪১৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। তারপর দক্ষিণাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে মাত্র দুই ওভার ব্যাট করার সুযোগ পায়। তাতে কোনও উইকেট না হারিয়ে ৩৩ রান সংগ্রহ করে তারা।

অন্যদিকে, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের মুখোমুখি হয়েছিল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। এই ম্যাচে দুই ইনিংসে উত্তরাঞ্চলের সংগ্রহ যথাক্রমে ৩৭৪ ও ২৯৫/৮ডি। আর পূর্বাঞ্চলের দুই ইনিংসে সংগ্রহ যথাক্রমে ২১৬ ও ১২৮/৩।
০৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এএস
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে