বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ১১:৩৪:০৬

আমার মনে হয়, তামিমের ব্রেইন-ফেইড হয়েছিলো:হাথুরুসিংহে

আমার মনে হয়, তামিমের ব্রেইন-ফেইড হয়েছিলো:হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: গল টেস্টে শ্রীলঙ্কার ৪৯৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসের শুরুটা বেশ ভালো করেছিলো সফরকারী বাংলাদেশ। তামিম ইকবাল এবং সৌম্য সরকার মিলে উদ্বোধনী জুটিতে ১১৮ রান এনে দিয়েছিলেন।

কিন্তু এরপরই একটি বোকামির পরিচয় দেন দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল। লক্ষণ সান্দাকানের একটি বলে তাঁর প্যাডে ছুঁয়ে উইকেট রক্ষক নিরোশান ডিকওয়েলার হাতে বল চলে যায়।

ডিকওয়েলা আউটের আবেদন করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার। তবে সেই মুহূর্তে উইকেট ছেড়ে বেরিয়ে এসে রান নিতে উদ্যত হন তামিম। আর এই সুযোগের সদ্ব্যবহার করে তাঁকে রান আউট করে দেন লঙ্কান উইকেটরক্ষক।

দিন শেষে তামিমের মতো সিনিয়র একজন ক্রিকেটারের এরূপ দায়িত্বজ্ঞানহীন আউট নিয়েই যত বিতর্ক উঠছে। সংবাদ সম্মেলনে এসে এই আউটের ধরন দেখে নিজের অবাক হওয়ার কথা জানিয়েছেন স্বয়ং টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

ব্যাটসম্যানরা আউট হবেন এটা খুবই স্বাভাবিক। কিন্তু ব্যাটসম্যান যখন এভাবে আউট হন তখন বাক-বিতর্ক থেকেই যায়! বিস্মিত  হাথুরুসিংহে বললেন,  ‘আমি তো বিশ্বাসই করতে পারছি না এভাবে কেউ আউট হতে পারে!’

তবে তামিম-সৌম্যর জুটি দেখে ম্যাচ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন কোচ। জানিয়েছেন এমনটাই। লঙ্কান এই কোচ বলেন,  ‘কী দারুণ খেলছিল তামিম আর সৌম্য। মনে একটা অন্যরকম আশা জন্মেছিল যে, অনেকদুর যাবে তারা। হঠাৎ দেখি, লেগ স্ট্যাম্পের বাইরের বল মিস করে উইকেট থেকে বেরিয়ে আসলো তামিম। কেন এই বেরিয়ে আসা? এর কোনো ক্রিকেটীয় ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না।’

তারপরেও দলীয় সেরা ওপেনারকে পাশে রাখলেন তিনি। একটা কারণ দাঁড় করালেন একইসাথে। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা ব্রেইন-ফেইড (তাৎক্ষনিকভাবে মাথা কাজ না করা)। অনেকটা মতিভ্রমের মত। আমার মনে হয়, সে হয়তো ভেবেছিল- বল উইকেটরক্ষকের গ্লাভস থেকে বেরিয়ে পেছনে চলে গিয়েছিল।’

তবে বিতর্ক কাটছেনা তাতেও। এই লেভেলের ক্রিকেটে একজন সিনিয়র ক্রিকেটারের বলের গতিপথ শেষ পর্যন্ত না দেখে অযথা এভাবে উইকেট ছেড়ে বেরিয়ে আসা কতটা যৌক্তিক– সেটা নিয়েও উঠছে প্রশ্ন।

প্রেস ছাড়ার আগে আরেকবার দেশসেরা ওপেনারকে সঙ্গও দিলেন কোচ। বললেন, ‘আমার মনে হয় তার মাথা ঠিকমত কাজ করছিল না। আসলে এটা ছিল ব্রেইন ফেইড।’
০৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/ আ শি
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে