আইপিএলের জন্য নতুন দুই দল খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড
স্পোর্টস ডেস্ক: ফিক্সিং কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত হয়ে আগামী দুই মৌসুম আইপিএলে অংশ নিতে পারবে না চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।
বিষয়টি নিশ্চয়তা পাওয়া যায় গতকাল (রোববার) ভারত ক্রিকেট বোর্ডের সীদ্ধান্ত থেকে। তাই এবার এই দুই দলের পরিবর্তে আইপিএলের জন্য নতুন দুই ফ্র্যাঞ্চাইজি খুঁজছে তারা।
গত জুলাইয়ে দুর্নীতি কেলেঙ্কারির দায়ে চেন্নাই ও রাজস্থানের ফ্র্যাঞ্চাইজির ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়াও চেন্নাই সুপার কিংসের সাবেক টিম অফিসিয়াল গুরুনাথ মায়াপ্পন ও রাজস্থান রয়্যালসের সাবেক সহকারী মালিক রাজ কুন্দ্রাকে সব ধরণের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে আজীবন নিষিদ্ধ করেন ভারতীয় সুপ্রীম কোর্টের বিচারক প্যানেল।
কবে থেকে দু’টি দলের পরিবর্তে অন্য দল নিলামে ডাকা হবে সেটি সর্ম্পকে এখনও জানানো হয়নি। তবে খুবই দ্রুত এ সর্ম্পকে জানানো হবে বলে জানিয়েছে বিসিসিআই।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর